News24 টিভির সাংবাদিক হুসাইন আহমেদের মৃত্যুতে
বিএমইউজে’র গভীর শোক
মোঃ মিন্টু শেখ গোপালগঞ্জ প্রতিনিধি
ঢাকা, মঙ্গলবার ১- আগস্ট , ,২০২৩: News 24 টেলিভিশনের গোপালগঞ্জ জেলা প্রতিনিধি হুসাইন আহমেদ হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন।( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
মঙ্গলবার ১- আগস্ট আনুমানিক বিকাল ৩ ঘটিকার সময় হৃদরোগে আক্রান্ত অবস্থায় শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় PG হাসপাতালে গত তিন মাস যাবত চিকিৎসাধীন অবস্থায় ভর্তি ছিলেন চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। তাঁর মৃত্যুতে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে)’র পক্ষ থেকে গভীর শোক ও শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আলহাজ্ব সোহেল আহমেদ, সাধারণ সম্পাদক শিবলী সাদিক খান। ও গোপালগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক আমিনুজ্জামান রিপন সহ সংগঠনের সকলে
মৃত্যুকালে তিনি স্ত্রী,১ শিশু কন্যা সহ গুণগ্রাহী রেখে গেছেন। তার রুহের মাগফেরাত কামনায় সকলের নিকট দোয়া প্রার্থনা করা হয়।