1. holyjannattv@gmail.com : rajib :
  2. admin@amarsangbadpratidin.com : admin :
  3. writers@amarsangbadpratidin.com : Writers :
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৫:১৮ পূর্বাহ্ন

চারদিকে আতঙ্ক, পদত্যাগের আলটিমেটাম; কী বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা?

Reporter Name
  • Update Time : সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৭ Time View

বিশেষ প্রতিনিধিঃ ঢাকায় আতঙ্ক যেন কাটছেই না। রাজধানীর বনশ্রীতে রোববার রাতে স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে ঘটেছে ছিনতাইয়ের ঘটনা। ছিনতাই-ডাকাতি হয়েছে মোহাম্মদপুর, হাজারীবাগসহ আরও কয়েকটি এলাকায়। এর জেরে মধ্যরাতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করে বিক্ষোভ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সোমবারের মধ্যে তার পদত্যাগের আলটিমেটামও দেন তারা।জানা যায়, রোববার রাত সাড়ে দশটার পর রাজধানীর বনশ্রী ডি ব্লকে দোকান বন্ধ করে সি ব্লকে নিজের বাসায় ফিরছিলেন স্বর্ণ ব্যবসায়ী আনোয়ার হোসেন। হঠাৎ করেই তিনটি মোটরসাইকেলে করে আসা দুর্বৃত্ত ঘিরে ধরে তাকে। গুলি করে ও কুপিয়ে ছিনিয়ে নিয়ে যায় সাথে থাকা স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ।ঘটনার পরপরই সেখানে হাজির হয় সেনাবাহিনী, র‍্যাব, পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পরে আনোয়ার হোসেনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হয়।সেখানে আনোয়ার জানান, ছিনতাইকারীরা প্রথমে তার গতিরোধ ও পরে গুলি করে। চিকিৎসক ও স্বজনরা জানান, চার রাউন্ড গুলি লেগেছে আনোয়ারের শরীরে। আছে ধারালো অস্ত্রের আঘাতও।এদিকে, রিকশা থামিয়ে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে রাজধানীর মোহাম্মদপুর টাউন হল এলাকাতেও। রোববার রাত এগারোটা নাগাদ রিকশায় করে যাওয়ার সময় তিন নারীকে ঘিরে ধরে সবকিছু ছিনিয়ে নিয়ে যায় ছিনতাইকারীরা।অব্যাহতভাবে ছিনতাই, ডাকাতি, ধর্ষণের ঘটনার প্রতিবাদে গভীর রাতে রাস্তায় নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রাজু ভাস্কর্যের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশে তারা আইনশৃঙ্খলার অবনতির জন্য দায়ী করেন খোদ স্বরাষ্ট্র উপদেষ্টাকে। সোমবারের মধ্যে তার পদত্যাগের আল্টিমেটাম দেয় শিক্ষার্থীরা।বিক্ষোভ সমাবেশ চলা অবস্থায় গভীর রাতে বিরাজমান পরিস্থিতি নিয়ে কথা বলতে জরুরি সংবাদ সম্মেলন ডাকেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। দাবি করেন, তিনি দায়িত্ব নেয়ার পর আইনশৃঙ্খলা পরিস্থিতির যথেষ্ট উন্নতি হয়েছে। আশ্বাস দেন, সোমবার থেকে দৃশ্যমান উন্নতি দেখবে সাধারণ মানুষ।স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, যারা এসব (অপকর্ম) করছে তাদের ঘুম হারাম করে দেয়া হবে।পদত্যাগের দাবি প্রসঙ্গে জানান, যে কারণে পদত্যাগ দাবি উঠেছে তা তিনি পূরণ করবেন। বলেন, সাধারণ মানুষ চায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি। সেটার জন্য যা যা করা দরকার করা হবে। তাই পদত্যাগের কোনো প্রশ্নই আসে না বলে দাবি করেন তিনি। আগের চেয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক উন্নতি হয়েছে, সামনে আরও উন্নতি হবে, এমন কথাও বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।এদিকে, যখন স্বরাষ্ট্র উপদেষ্টা সংবাদ সম্মেলন করছিলেন, সেই মুহূর্তে রাজধানীর হাজারীবাগ থেকে মেলে ডাকাতির খবর। গ্রিন মডেল টাউনে ঘটে ছিনতাইয়ের ঘটনা।এর আগে, ধানমন্ডিতে ১৫ থেকে ২০ জনের একটি জটলা দেখে ডাকাত আতঙ্কে মসজিদ থেকে মাইকিং করে এলাকাবাসীকে সতর্ক করা হয়। তবে পরে জানা যায় সবটাই ছিল গুজব।এমন অবস্থায় স্বরাষ্ট্র উপদেষ্টার পরিস্থিতি উত্তরণের আশ্বাস কতটা কার্যকর হয়, সেদিকেই দৃষ্টি রাজধানীবাসীর।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© Amarsangbadpratidin.com
Theme Customized BY Kh Raad (FriliX Group)