বিশেষ প্রতিবেদকঃ গাজীপুরের শ্রীপুর এলাকায় অভিযান চালিয়ে অনুমোদনহীন, নোংরা পরিবেশে ব্রেড, বিস্কুট ও কেক জব্দ করে ধ্বংস করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই) ও শ্রীপুর জেলা প্রশাসন। এ সময় একটি প্রতিষ্ঠানকে এক লক্ষ টাকা জরিমানা করা হয়।
সোমবার (১৩ জানুয়ারি) দিনভর পরিচালিত এ অভিযানের নেতৃত্ব দেন বিএসটিআই’র নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আতাহর শাকিল। অভিযানে প্রসিকিউটিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন প্রকৌ. অর্ণব চক্রবর্ত্তী, ফিল্ড অফিসার (সিএম), বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, গাজীপুর।
অভিযানে গাজীপুরের শ্রীপুরে বি বাড়িয়া বেকারি, বরমী নামক প্রতিষ্ঠানটি সিএম লাইসেন্স ছাড়াই নোংরা পরিবেশে ব্রেড, বিস্কুট ও কেক পণ্য বিক্রয় বিতরণ করলে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইন্সটিটিউশন আইন-২০১৮ এর ১৫(১)/২৭ ধারায় ১ লক্ষ টাকা জরিমানা করেন। এছাড়াও নষ্ট ক্রীম রোল, নন-ফুড গ্রেড কালার, ফ্লেভার, নষ্ট খামি এবং খোলা মসলা জব্দ করে জনসম্মুখে ধ্বংস করা হয়। জনস্বার্থে বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, গাজীপুর এর এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।