সিএমপিতে মার্চে কোতোয়ালী সেরা
মাসুদ পারভেজ
সিএমপিতে মার্চে কোতোয়ালী সেরা
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে (সিএমপি) মার্চ মাসের অপরাধ পর্যালোচনায় শ্রেষ্ঠ থানার পুরস্কার পেয়েছে কোতোয়ালী থানা। বুধবার (১২ এপ্রিল) দুপুরে দামপাড়ায় সিএমপি কমিশনার কার্যালয়ে সিএমপি কমিশনার কৃষ্ণপদ রায়ের হাত থেকে পুরস্কার গ্রহণ করেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জাহিদুল কবীর।
আইনশৃঙ্খলার সার্বিক পরিস্থিতি, মাদক উদ্ধার, চিহ্নিত ডাকাত, ছিনতাইকারী, চোর, গাড়িচোর, মাদক উদ্ধার, ক্লু-লেস মামলার রহস্য উদঘাটন, মামলা নিষ্পত্তি, ইভেন্ট ম্যানেজমেন্ট, অপরাধীদের গ্রেফতারসহ সামগ্রিক কার্যাবলিতে অবদান রাখায় এ পুরস্কার দেওয়া হয়।
একই সভায় সিএমপির দক্ষিণ বিভাগকে শ্রেষ্ঠ বিভাগ হিসেবে নির্বাচিত করা হয়। সভায় পুরস্কার গ্রহণ করেন উপ-কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। পাশাপাশি শ্রেষ্ঠ এএসআই ও শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার হিসেবে প্রথম হয়েছেন এএসআই সাইফুল আলম।
তাছাড়া সংঘবদ্ধ চোরচক্রসহ চোরাই মোটরসাইকেল উদ্ধার, আসামি গ্রেফতার, ছিনতাই মালামাল, নগদ টাকাসহ আসামি গ্রেফতার, মাদক উদ্ধার এবং আসামি গ্রেফতারে শ্রেষ্ঠ অফিসার হিসেবে কোতোয়ালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রুবেল হাওলাদার, এসআই মো. ইকবাল হোসেন ভূইয়া, এসআই মো. মোস্তফা কামাল, এসআই সুকান্ত চৌধুরী, এসআই মো. মোমিনুল হাসানকে বিশেষ পুরস্কার দেওয়া হয়।