মোঃ রাশিদুল হাসান জিহাদঃ ময়মনসিংহের মুক্তাগাছায় সাবেক জ্বালানি ও খনিজ প্রতিমন্ত্রী একেএম মোশাররফ হোসেনের ৪র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত। ১৭ই অক্টোবর বৃহস্পতিবার বাদ যোহর উপজেলার পুরাতন লেংড়ার বাজার কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে কোরাআন তেলাওয়াত ও দোয়া করা হয়। এরপর ৬নং মানকোন ইউনিয়ন বিএনপি’র যুগ্ম আহ্বায়ক মোঃ আব্দুল হান্নান সরকার এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬নং মানকোন ইউনিয়ন বিএনপি’র আহ্বায়ক কে এম ফেরদৌস হক (হীরা)।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, শুরুতে প্রয়াত বর্ষিয়ান নেতা এ. কে. এম. মোশারফ হোসেনের রুহের মাগফেরাত কামনা করেন।
এ. কে. এম. মোশাররফ হোসেন একজন বর্ষিয়ান বাংলাদেশী রাজনীতিবিদ ও সংসদ সদস্য ছিলেন। তিনি ২০০১ থেকে ২০০৫ সাল পর্যন্ত বাংলাদেশ সরকারের জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রীর দ্বায়িত্ব পালন করেন। মোশাররফ হোসেন ১৯৩৭ সালে ময়মনসিংহ জেলার মুক্তাগাছার কান্দিগাঁওয়ে জন্মগ্রহণ করেন। তিনি জেনারেল হুসেন মুহাম্মদ এরশাদের সামরিক শাসনামলে আমলাতান্ত্রিক দায়িত্ব পালন করেছিলেন। তিনি ১৯৯৬ থেকে ২০০১ সালে ময়মনসিংহ-৫ আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। এমনকি বাংলাদেশ জাতীয়তাবাদী দল খালেদা জিয়ার দ্বিতীয় মন্ত্রিসভায় জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছেন। তিনি অক্টোবর ২০০১ থেকে জুন ২০০৫ পর্যন্ত প্রতিমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছেন।রাজনীতিতে জড়িত হওয়ার পূর্বে তিনি শিল্পসচিব ও বিসিআইসির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি দৈনিক দিনকালের ব্যবস্থাপনা পরিচালক ছিলেন। ২০২০ সালের ২৯ সেপ্টেম্বর তার কোভিড-১৯ ধরা পড়লে তাকে ঢাকার ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়। ১৭ অষ্টোবর রাত সাড়ে আটটায় তিনি সেখানেই মৃত্যু বরণ করেন, এ ছাড়াও তিনি দীর্ঘদিন ধরে নানা রোগে ভূগছিলেন। মুক্তাগাছা উপজেলার কান্দিগাঁও গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
আয়োজন শেষে প্রায় পাঁচশতাধিক সাধারণ মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।