টানা ৫ দিন পর বেনাপোল বন্দরে আমদানি -রপ্তানি শুরু
মো: হানজালা শার্শা(যশোর)প্রতিনিধি।
টানা৫ দিন বন্ধ থাকার পর সোমবার (১৪অক্টোবর) সকাল থেকে বেনাপোল – পেট্রাপোল বন্দর দিয়ে বাংলাদেশ – ভারত আমদানি – রপ্তানি কার্যক্রোম শুরু হয়েছে। এতে কর্ম চঞ্চলতা ফিরে এসেছে বন্দর এলাকায়।
দূর্গা পূজা উপলক্ষে সরকারি ছুটি থাকায় বুধবার(৯ অক্টোবর) থেকে (১৩অক্টোবর)পর্যন্ত ৫দিন আমদানি রফতানি বন্ধ রাখে ভারতীয় ব্যবসায়ীরা।
সোমবার (১৪অক্টোবর)সকালে কাস্টমস সিঅ্যান্ডএফ এ্যজেন্ট অ্যাসিয়েশনের সভাপতি শামসুর রহমান আমদানি- রফতানির বিষয়টি নিশ্চিত করেন।তিনি জানান,সকল থেকে আবারো এ বন্দর দিয়ে আমদানি -রপ্তানি কার্যক্রোম শুরু হয়েছে। ভারতের বিভিন্ন পণ্য বোঝায় ট্রাক বেনাপোল বন্দরে প্রবেশ করতে শুরু করেসে।তবে টানা ৫ দিন আমদানি রফতানি বন্ধ থাকার কারনে, পেট্রাপোল বন্দর এলাকায় হাজার হাজার পণ্য বোঝায় ট্রাক বেনাপোল বন্দরে প্রবেশের অপেক্ষায় দাড়িয়ে আছে। এতে বন্দর এলাকায় তিব্র জানজটের সৃষ্টি হচ্ছে।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ ভূইয়া জানান,বেনাপোল বন্দরো আমদানি- রফতানি বন্ধ থাকলেও স্বাভাবিক ছিলো পাসপোর্ট ধারী যাত্রীদের চলাচল।