পিলজংঙ্গ বাংলাদেশ জামায়াতের সিরাত মাহফিল অনুষ্ঠিত
মোঃ হাফিজুর রহমান বাগেরহাট জেলা ফকিরহাট
বাগেরহাটের ফকিরহাটের ফকিরহাট উপজেলার পিলজংগ ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে ঐতিহাসিক সিরাতুন্নবী (সাঃ) মাহফিল অনুষ্ঠিত হয়েছে। (২৯ সেপ্টেম্বর) রবিবার সন্ধ্যায় পিলজংঙ্গ কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত মাহফিলে পিলজংগ ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির সরদার আব্দুর রবের সভাপতিত্বে ও সেক্রেটারি গাজী শহিদুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাগেরহাট জেলা জামায়াত ইসলামীর নায়েবে আমির এডভোকেট মাওলানা আব্দুল ওয়াদুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাগেরহাট জেলা জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি অধ্যাপক ইকবাল হোসাইন, জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি শেখ জাহাঙ্গীর হোসেন
মাওলানা নাসির উদ্দিন মোড়ল সেলিম উদ্দিন প্রমুখ!