স্টাফ রিপোর্টারঃ প্রায় দেড় হাজার বছর আগে আজকের দিনে মহানবী হযরত মুহম্মদ (সা.) জন্মগ্রহণ করেন। আজ ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার আছিম পাটুলী ফাজিল মাদরাসা এর আয়োজনে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা:) ১৪৪৬ হিজরী উদযাপন উপলক্ষে কেরাত, নাতে রাসুল, কুইজ প্রতিযোগিতা, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মাদ্রাসার অধ্যক্ষ মো: ইসমাইল হোসেন এর সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় ছাত্র/ ছাত্রী, অভিবাক ও শিক্ষকগন মহনবী (সা:) জীবন – মান নিয়ে আলোচনা করেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, মহান আল্লাহ্ বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ) কে বিশ্বজগতের রহমত হিসেবে প্রেরণ করেছিলেন। জীবনের সকল পর্যায়ে তিনি অনুকরণীয় আদর্শ রেখে গেছেন। তাঁর জীবনাদর্শ হৃদয়ে ধারণ করে এবং অনুকরণ করে মানসিক শান্তি অর্জন করা সম্ভব, সমাজে ন্যায়-বিচার প্রতিষ্ঠা করা সম্ভব।
কুইজ, কেরাত ও হামদ-নাত প্রতিযোগিতা শেষে আলোচনা, পুরষ্কার বিতরণ এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মিলাদের শেষে শিক্ষার্থীদের মাঝে মিষ্টি বিতরণের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি করা হয়।