চাঁপাইনবাবগঞ্জে রহনপুরে (রহনপুর ট্রাভেলস) এর উদ্বোধন
মোমিনুল ইসলাম মোমিন,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের রহনপুরে সকল শ্রেণির মানুষের যাতায়াতের সুবিধার্থে যাত্রা শুরু হলো রহনপুর ট্রাভেলসের। এই নন এসি বাস প্রতিদিন বিকাল ৪-৩০ টায় রহনপুর থেকে ছেড়ে চট্টগ্রাম পৌছাবে সকালে। তাছাড়া প্রতিদিন বিকাল ৪-৩০ টায় চট্টগ্রাম থেকে ছেড়ে রহনপুর পৌছাবে সকালে। রহনপুরবাসীর দীর্ঘদিনের চাওয়া পাওয়া রহনপুর থেকে চট্টগ্রাম গামী সরাসরি বাস। বুধবার (১২ এপ্রিল, ২০ রমজান) বিকালে রহনপুর স্টেশন বাজার এলাকায় ঢাকা স্ট্যান্ড সংলগ্ন অস্হায়ী কার্যালয়ে এক অনাড়ম্বর পরিবেশে রহনপুর ট্রাভেলস এর শুভ উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রহনপুর ট্রাভেলস এর ব্যবস্হাপনা পরিচালক শ্রী মনোতোষ চক্রবর্তী মনা। শিমুল আহমেদ চঞ্চল এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য গোলাম মোস্তফা বিশ্বাস, রহনপুর পৌর মেয়র মতিউর রহমান খান, সাবেক মেয়র তারিক আহমেদ, সাংবাদিক আসাদুল্লাহ আহমদ ও ব্যবসায়ী নেতা নাজমুল হুদা খান রুবেল।