বাবুল হোসেন বিশেষ প্রতিনিধি: গত ২২শে আগস্ট ২০২৪ থেকে ২৫শে আগস্ট পর্যন্ত ময়মনসিংহের মুক্তাগাছায় *”আমরা মুক্তাগাছাবাসী”* র ব্যানারে সম্প্রতি বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বন্যায় আটকে পরা মানুষের জন্য প্রয়োজনীয় ত্রাণ সংগ্রহ কার্যক্রম পরিচালিত হয়।
এই ত্রাণ সংগ্রহ কার্যক্রমে মুক্তাগাছার সকল স্বেচ্ছাসেবী সংগঠনগুলো স্বেচ্ছায় এই কার্যক্রমে জড়িত হয়ে প্রয়োজনীয় ত্রাণ সংগ্রহ করে। উল্লেখযোগ্য সংগঠনগুলোর মধ্যে রক্তদানে মুক্তাগাছা, মুক্তাগাছা হেল্পলাইন, বিডি অ্যাওয়ারনেস, মানবের জন্য মানব ফাউন্ডেশন,ক্লিনআপ বাংলাদেশ,লুমিনাস, মুক্তাগাছা সাইক্লিস্ট, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন-পদুরবাড়ী ও সর্বস্তরের ছাত্র-ছাত্রীবৃন্দের অংশগ্রহণ দেখা যায়।
ত্রাণ কার্যক্রম থেকে প্রায় ৫ লক্ষ টাকা অর্থ সহ পরিধান উপযুক্ত বস্ত্র ও চাল,ডাল,চিড়া,মুড়ি ও অন্যান্য খাবার সামগ্রীর পাশাপাশি প্রয়েজনীয় ঔষধ সামগ্রী ও খাবার স্যালাইন সংগ্রহ হয়েছে।
উক্ত কার্যক্রমে সক্রিয় ও দায়িত্বশীল একজন মোঃ আবুল খায়ের আমানুল্লাহ জানান যে তাদের লক্ষ্য ১০০০ হাজার প্যাকেট ত্রাণ প্রস্তুত করা।
তিনি আরে জানান ২৭শে আগস্ট মঙ্গলবার সারাদিন ব্যাপী এবং আজ ২৮শে আগস্ট প্যাকিং কার্যক্রম চলবে। এবং ২৯শে আগস্ট বৃহস্পতিবার ১০০০ হাজার ব্যাগ ত্রাণ নিয়ে বিতরণের উদ্দেশ্য যাত্রা করার পরিকল্পনা রয়েছে।