মোঃ রাজিব জোয়ার্দ্দারঃ
পাবনা র্যাব-১২, সিপিসি-২, এর একাটি আভিযানিক দল গোপন সূত্রে ভিত্তিতে, পাবনা জেলার ঈশ্বরদী থানাধীন সরাইকান্দি গ্রামে মাদক ব্যবসায়ী মাদক ক্রয় বিক্রয়ের জন্য অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে ২৩ আগস্ট বিকাল ৪ ঘটিকায় কোম্পানি কমান্ডার মেজর মোঃ এহতেশামুল হক খান এর নেতৃত্বে র্যাবের আভিযানিক দল পাবনা জেলার ঈশ্বরদী থানাধীন সরাইকান্দি গ্রামস্থ রশিদ পেপার মিলস এর ০২ নং গেইট এর সামনে পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে মোঃ হাসান মোল্লা (২২), নামের একজন মাদক ব্যবসায়ীকে আটক করা এবং তার নিকট থেকে অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ০২ বোতল ফেন্সিডিল, ১.৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করতঃ পাবনা জেলার ঈশ্বরদী থানায় হস্তান্তর করা হয়।