বাবুল হোসেন, বিশেষ প্রতিনিধি: গতকাল মুক্তাগাছার পদুরবাড়ী এলাকার ৭,৮ ও ৯ নং ওয়ার্ডের মহিলা ভাইস চেয়ারম্যানের ছেলে যুবলীগ কর্মী সাকিল ও তার সহচরগণ প্রতারণার দায়ে পলাতক ০৯ই আগস্ট চট্টগ্রামের বাসিন্দা ঢাকায় বসবাসরত সুইসালা মারমা নামক এক উপজাতিকে ফেইসবুকে ফেইক আইডি খুলে সমকামী প্রেমের ফাঁদে তার নিজ এলাকায় নিয়ে আসেন সাকিল এবং তার বন্ধুরা মিলে নির্জন স্থানে নিয়ে বেদর মারধর করে মোবাইল, ঘড়ি ও সবকিছু নিয়ে তার পরিবারের সাথে যোগাযোগ করে টাকা আনতে বলে অন্যথায় তাকে মেরে ফেলা হবে বলে হুমকি দেয়। অপহরন কাড়ীর পরিবার টাকা জোগার করতে না পাড়ায় ৪-৫ ঘন্টা পর রাত আনুমানিক ৯ টার দিকে তাকে। কোন মতে জান নিয়ে দৌরে পালায় এমতাবস্থায় ঐ ছেলে বাজারে এলোপাতাড়ি ঘুরাঘুরি করতে থাকলে স্থানীয় লোকজন বৈষম্য বিরোধী আন্দোলন, পদুরবাড়ীর সমন্বয়কদের কাছে নিয়ে আসে, তারা ২০২৪ সালের শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্বলন প্রোগ্রাম থাকায় বাজারেই অবস্থান করছিলেন। ছাত্ররা দায়িত্ব নিয়ে গ্রাম্য শালিশের মাধ্যমে ছিনতাইকারীর বাবা মার সাথে যোগাযোগ করে মোবাইল ঘড়ি উদ্দার করতে সক্ষম হয়। জিজ্ঞাসাবাদের পর তারা বিস্তারিত জানতে পারে এবং ভিকটিমকে সাকিল এবং তার বন্ধুদের ছবি দেখিয়ে সনাক্ত করতে সক্ষম হন। আইনি কার্যক্রম বন্ধ থাকায় থানায় যোগাযোগ করেও কোন সুরাহা না পেয়ে এলাকার মেম্বার, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও জনসাধারণকে নিয়ে সাকিলের বাড়িতে গেলে তাকে পাওয়া যায়নি তবে সাকিলের মা আজ ১০ ই আগস্ট সকাল ১০ ঘটিকায় সাকিল ও তার বন্ধু এবং তাদের অভিভাবকদের নিয়ে উপস্থিত থাকবে বলে কথা দেন। ভিকটিমকে ৯ নং ওয়ার্ডের মেম্বার হাবিবউল্লাহ খানের বাড়িতে রাখা হয়। আজ সকালে যথাসময়ে উপস্থিত না হওয়ায় বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়করা ফোন করলে তার মা সাজেদা জানান তার ছেলে সাকিল পলাতক সে এবং তার স্বামী সাকিলের বাবা আসতেছে। তারা ঐ ছেলের মোবাইলসহ সবকিছু ফেরত দেন। সকলের উপস্থিতিতে আগামীকাল ১১ই আগস রোজ রবিবার বিকাল ৪ ঘটিকায় সাকিল তার বন্ধু ও সবার অভিভাবকদের নিয়ে উপস্থিত থাকবে বলে সাদা কাগজ লিখিত দেন। ভিকটিম বর্তমানে মেম্বার হাবিবউল্লাহ খানের তত্ত্বাবধানে রেখে শালিস মূলতবি ঘোষণা করা হয়।