চাঁপাইনবাবগঞ্জে ৩ কেজি গাঁজা সহ একজনকে গ্রেফতার করেছে র্যাব
মোমিনুল ইসলাম মোমিন,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
মঙ্গলবার (১১ এপ্রিল) সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প,র্যাব-৫, এর অভিযানে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ মনাকষা থেকে ০৩ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত হলেন, শিবগঞ্জ মনাকষা ধুইনাপাড়া গ্রামের মোঃ আলীম উদ্দিনের ছেলে মোঃ হানিফ
রাজশাহীর একটি অপারেশন দল ১৯:০০ ঘটিকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন মনাকষা বাজারস্থ মেসার্স সাহা ষ্টোর এর সামনে মনাকষা হতে খাসের হাটগামী পাকা রাস্তার উপর কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার রুহু-ফি-তাহমিন তৌকির এবং কোম্পানী উপ অধিনায়ক সহকারী পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম এর নেতৃত্বে একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে গাঁজাসহ উক্ত আসামীকে গ্রেফতার করতে সক্ষম হন।
এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানায় মামলা রুজু করেছেন র্যাব