নির্বাচনীয় গণ সংযোগে নাজিম উদ্দিন বিশ্বাস, শতভাগ আশাবাদী
আরিফ খান জয় পাবনা :
পাবনা আটঘরিয়া উপজেলার চাঁদভা ইউনিয়ন পরিষদের উপ- নির্বাচনে মোঃ নাজিমউদ্দীন বিশ্বাস চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে প্রার্থিতা ঘোষণা করেছেন ত্যাগী, শিক্ষানুরাগী, ক্ষুদ্র শিল্প উদ্যোক্তা ও সমাজসেবক। মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সাধারণ একজন সমাজ সেবক মনোনয়ন প্রত্যাশী হিসেবে মুক্তিযুদ্ধের চেতনায় শান্তি ও উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে এবং জাতির জনক বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ও সাধারন ভোটাদের নিয়ে তিনি ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে গণসংযোগ, মতবিনিময়, উঠান বৈঠক অব্যাহত রেখেছেন। সেখানে তিনি জননেত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়নের ধারাবাহিকতা এবং বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড সাধারণ মানুষের কাছে তুলে ধরছেন। এছাড়া তিনি নিজস্ব অর্থায়নে এলাকার হতদরিদ্র মানুষদের আত্মকর্মসংস্থানের জন্য রিকশা, ভ্যান ও সেলাই মেশিন বিতরণসহ বিভিন্ন মসজিদ-মাদ্রাসা উন্নয়নে সহযোগিতা দিয়ে আসছেন। উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ব্যানার পোস্টার টাঙিয়ে এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শুভেচ্ছা বিনিময় এবং সামাজিক, সাংস্কৃতিক বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত হয়ে ভোটারদের মন জয়ের চেষ্টা করছেন তিনি।
মো: নাজিমউদ্দীন বিশ্বাস বলেন -চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা করেছি।আশা করি আমার এই ইউনিয়নের সাধারণ ভোটাররা আমাকে মূল্যায়ন করবে, আমি চাঁদভা ইউনিয়ন বাসীর কাছে ভোট প্রার্থনা করেছি সবাই আমাকে ভোট দেবে বলে আমি আশাকরি।