রাজিবপুর কুড়িগ্রাম,
দরিদ্র অসহায় এক মহিলার ছাগল চুরি করে বাজারে বিক্রির সময়ে জনতার হাতে আটক হয়েছেন সাবেক প্রথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর জাকির হোসেন এর একান্তসহকারী দাবি করা ব্যক্তি মাদক ব্যবসায়ী সেকেন্দার আলী বাবলু (৪৫) ও সাবেক উপজেলা পরিষদের মরহুম শেখ আব্দুল্লাহ’র মোটরসাইকেল ড্রাইভার মাইদুল ইসলাম (৩৫)। মঙ্গলবার বিকালের দিকে রাজিবপুর বাজারে এ ঘটনাটি ঘটে। পরে আটক দুই ব্যক্তিকে রাজিবপুর থানায় সোপর্দ করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাইদুল ও সেকেন্দার বিকালের দিকে রাজিবপুর উপজেলার মরিচাকান্দি গ্রামের এক দরিদ্র অসহায় মহিলার একটি ছাগল চুরি করে রাজিবপুর বাজারে নিয়ে যায় এবং বিক্রি করার চেষ্টা করে। ঠিক এসময়ে ছাগল মালিক খুঁজতে খুঁজতে ছাগল বাজারে যায়। পরে ওই মহিলা তার ছাগল দেখতে পেয়ে বাজারের লোকজনকে বিষয়টি জানালে তারা ছাগলসহ দুই চোরকে আটক করে গণধোলাই দেয়। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে তারা ঘটনাস্থল থেকে সেকেন্দার আলী বাবলু ও মাইদুল ইসলামকে আটক করে রাজিবপুর থানায় নিয়ে যায়। আটক সেকেন্দার আলী বাবলু উপজেলার বন্দবেড় ইউনিয়নের বাইটকামারী গ্রামের আমজাদ হোসেন এর ছেলে ও মাইদুল ইসলাম শৌলমারী ইউনিয়নের ডাঙ্গুয়াপাড়া গ্রামের ছতিয়ার রহমানের ছেলে বলে জানা গেছে। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। এর আগেও তাদের বিরুদ্ধে মাদকসহ একাধীক মামলাও রয়েছে।
রাজিবপুর থানার অফিসার ইনচার্জ আশিকুর রহমান বলেন, তাদের বিরুদ্ধে মামলা হয়েছে এবং দুইজনকে আজ বুধবার কুড়িগ্রাম কোর্টে প্রেরণ করা হয়েছে।