মোঃ রাজিব জোয়ার্দ্দারঃ
পাবনা জেলা ট্রাক ট্যাংকলরী ও কভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের ত্রি বার্ষিক নির্বাচন উৎসব উদ্দীপনা সম্পন্ন হয়েছে।
পাবনা সদরের সেন্ট্রাল গার্লস হাইস্কুলে সকাল ৯টা থেকে শুরু হয়ে ভোটগ্রহণ চলে বিকাল ৫টা পর্যন্ত।
নির্বাচনে সভাপতি ও সাধাঃ সম্পাদক সহ ২০ টি পদের বিপরীতে ৩৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ট্রাক শ্রমিক ইউনিয়নের নির্বাচন উপলক্ষে সদরের আব্দুল হামিদ রোড এলাকায় পোস্টার লিফলেটে ছেয়ে গিয়েছিল। নির্বাচনী এলাকায় প্রার্থী ও সমর্থকরা পছন্দের প্রাথীকে পাস করানোর কৌশল হিসাবে কোলাকোলি সহ সৌজন্য সাক্ষাৎ করতে দেখা গেছে। শেষ মুহূর্তেও দিয়েছেন নানা প্রতিশ্রুতি। নির্বাচনে বিশৃঙ্খলা এড়াতে বিপুল সংখ্যক পুলিশ সদস্যের উপস্থিতি লক্ষ্য করা গেছে।
এবার নির্বাচনে ৩ হাজার ৬০০ ভোটারের মধ্যে প্রায় ২৫০০ জন ভোটাধিকার প্রয়োগ করেন। পাবনা জেলা ট্রাক ট্যাংকলরী ও কভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নে নির্বাচনের বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার
ছনথ বাবু জানান,
ট্রাক শ্রমিক ইউনিয়নের নির্বাচন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। ভোট গ্রহণ কালে কোথাও কোন বিশৃঙ্খলা ঘটেনি। ভোটাররা নির্ভয়ে পছন্দের প্রাথীকে ভোট দিয়েছেন। এখনো ভোট গণনা চলছে, চূড়ান্ত ফলাফল হতে আরো কয়েক ঘন্টা সময় লাগবে।