মোংলা পৌর বাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন মেয়র শেখ আব্দুর রহমান
মোঃ হাফিজুর রহমান :
পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে মোংলা পৌরবাসীসহ সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন পৌর আ’লীগের সভাপতি ও পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রহমান।এক শুভেচ্ছা বার্তায় পৌর আ’লীগের সভাপতি ও পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রহমান জানান, ঈদ মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব। ঈদকে ঘিরে গরিব, দুঃখী, ধনী, দরিদ্র সব মানুষের মাঝে আনন্দের বার্তার আগমন ঘটে। এই দিনটি মানুষের মধ্যে সাম্য ও সম্প্রীতি বন্ধনে উজ্জ্বল হয়ে ওঠে। মানুষ তাদের সব হিংসা-বিদ্বেষ ও ভেদাভেদ ভুলে গিয়ে মানবপ্রেমে জাগ্রত হয়।তিনি সাম্প্রদায়িক সম্প্রীতি, শান্তি-শৃঙ্খলা ও ভ্রাতৃত্বপূর্ণ সহাবস্থানের মাধ্যমে দেশের সুখ, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে বলেন, মনের মলিনতা ও পঙ্কিলতা ধুয়ে-মুছে ঈদ সবার জন্য আনন্দ বয়ে আনুক।পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রহমান পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশ ও জাতির উন্নয়ন এবং সবার অনাবিল সুখ-শান্তির জন্য পরম করুণাময় আল্লাহতায়ালার অশেষ রহমত কামনা করেন।
তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দেশবাসীর নিকট দোয়া প্রার্থনা করেন।
## মোঃ হাফিজুর রহমান বাগেরহাট
০১৭০১৪২২৬৬১
১৪/০৬/২৪ইং