বাগেরহাট মোড়লগঞ্জে ইজিবাইক চালকের খুনি ভ্যানচালক ফাহাদ আটক
মোঃ শামীম হোসেন – খুলনা বিভাগীয় প্রতিনিধিঃ–
বাগেরহাটের মোড়েলগঞ্জে চাবির আঘাতে অটোচালক আল ইমরান কে খুনের ঘটনায় ভ্যানচালক নাইম ওরফে ফাহাদকে (১৮) আটক করেছে পুলিশ। আটককৃত ভ্যানচালক নাইম ওরফে ফাহাদ ,মোরেলগঞ্জ উপজেলার আমতলা গ্রামের সেলিম হাওলাদরের ছেলে। মঙ্গলবার (১৪ মে) সকালে মোড়েলগঞ্জ উপজেলার ভাটখালী এলাকা থেকে তাকে আটক করা হয়। নিহত আল ইমরান পিরোজপুরের ইন্দুরকানি উপজেলার চরনিপত্তাশী, গ্রামের আব্দুস সামাদ খানের ছেলে। মোড়েলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ সামছুউদ্দিন বলেন, সোমবার (১৩ মে) রাত ৮টার দিকে মোরেলগঞ্জ উপজেলার আমতলা এলাকায় সড়কে ওভারটেক করা, নিয়ে বাকবিতণ্ডায় জড়ান ভ্যানচালক নাইম ওরফে ফাহাদ ও অটোচালক আল ইমরান। এক পর্যায়ে ভ্যানচালক ফাহাদের হাতে থাকা চাবি দিয়ে, অটোচালকের বুকে আঘাত করেন। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে বাগেরহাট জেলা হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি আরও বলেন, রাতভর অভিযান চালিয়ে হত্যাকাণ্ডে জড়িত ফাহাদকে মঙ্গলবার (১৪ মে) সকালে মোড়েলগঞ্জ উপজেলার ভাটখালী এলাকা থেকে আটক করা হয়। তিনি হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছেন। এ ঘটনায় মোরেলগঞ্জ থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।