ফকিরহাট উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব শেখ ওয়াহিদুজ্জামান বাবুর ব্যাপক প্রচার-প্রচারনা।
*******************************************
মোঃ হাফিজুর রহমান বাগেরহাট জেলা প্রতিনিধি::
বাগেরহাটের ফকিরহাট উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে (মটর সাইকেল) প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন আলহাজ্ব শেখ ওয়াহিদুজ্জামান বাবু। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলার ৮টি ইউনিয়নের সাধারণ মানুষের দ্বারে দ্বারে ভোট চাইছেন আলহাজ্ব শেখ ওয়াহিদুজ্জামান বাবু ও তার সমর্থকরা। রাস্তা-ঘাট, দোকানপাট ও গ্রামের বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সাথে কুশল বিনিময় করছেন। এ সময় মটরসাইকেলের লিফলেট বিতরণ করছেন। এ ছাড়াও প্রতিদিনই বিভিন্ন এলাকায় মোটর সাইকেল প্রতীকের নির্বাচনী পথসভা এবং উঠান বৈঠক করছেন।
চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব শেখ ওয়াহিদুজ্জামান বাবু অন্যন্য উন্নয়নের পাশাপাশি নারী নেতৃত্ব বিকাশে বিভিন্ন সামাজিক কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখবেন। কয়েকজন ভোটারের সাথে আলাপকালে তারা জানান, আলহাজ্ব শেখ ওয়াহিদুজ্জামান বাবু উপজেলা পরিষদের চেয়ারম্যান হতে পারলে শিক্ষা, চিকিৎসা, ব্যবসা-বাণিজ্য সব কিছুতেই পরিবর্তন ঘটাবেন। থাকবে না একনায়কতন্ত্র ,হয়রানি, জনভোগান্তি ও দুর্নীতি। এককথায় চারদিকে অবকাঠামোগত ব্যাপক উন্নয়ন ঘটাবেন আলহাজ্ব শেখ ওয়াহিদুজ্জামান বাবু। তার এই উন্নয়নের ঘোষণা কে বাস্তবায়ন করার জন্য ২১ মে মটরসাইকেল মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান।
চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব শেখ ওয়াহিদুজ্জামান বাবু বলেন- পুরুষের পাশাপাশি নারী নেতৃত্ব বিকাশে সমাজের নারীদের ভূমিকা থাকতে হবে, এখন আর নারীরা পিছিয়ে নেই। প্রতিটি নারী শিক্ষিত হলে সমাজে নারী নেতৃত্বের বিকাশ হবে। নারী নির্যাতন, যৌতুক প্রথা,বাল্য বিবাহ বন্ধ হবে। মা শিক্ষিত হলে সন্তান তথা জাতি শিক্ষিত হবে। নারীর ক্ষমতায়ন নিশ্চিতকল্পে এবং বাল্যবিবাহের মতো অসামাজিক কাজ রোধে আমি কাজ করে যাবো!
তিনি আরো বলেন, উপজেলার সাধারণ জনগনের সাথে আমার নিবিড় সম্পর্ক রয়েছে। আমি উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হতে পারলে উপজেলায় সবক্ষেত্রে উন্নয়ন করার চেষ্টা করবো এবং জবাবদিহিতা নিশ্চিত করব। প্রতিটা ইউনিয়নে গনশুনানীর মাধ্যমে সকল সমস্যা সমাধানের চেষ্টা করবো। আমি আশা করছি, দল মতের উর্ধে সাধারন জনগন আমাকে (মটর সাইকেল মার্কায়) ভোট দিয়ে নির্বাচিত করবেন। দ্বিতীয় দফায় অত্র ফকিরহাট উপজেলায় ২১ মে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।