ইমরান হোসেন বিশেষ প্রতিনিধি
বরিশালে নারী সাংবাদিক হেনস্তাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বরিশালে মানববন্ধন করে সাধারণ জনগণ। শনিবার (৪ মে) দুপুর ১২ টায় বরিশাল – ঢাকা মহাসড়কের গড়িয়ার পাড় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সাধারণ জনগণ বলে, বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার কার্যালয়ে পেশাগত দায়িত্ব পালনের সময় নারী সাংবাদিক সাবিনা ইয়াসমিনকে হেনস্তার মারধরের ঘটনায় জড়িত সময় টিভি’র বরিশাল রির্পোটার সাকিল, ক্যামেরাম্যান সুমন, দিপ্ত টিভি’র ক্যামেরা ম্যান শফিক ও হকার কালুর ছেলে ইমরানসহ কয়েকজন দুর্বৃত্তরা তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া না হলে ভবিষ্যতে বৃহত্তর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। এ সময় আরো বলে,
ধাক্কাদিয়ে টানাহেঁচড়া করেছে। কটূক্তি ও হুমকি দিয়েছে। যা নজিরবিহীন। এ ধরনের ন্যক্কারজনক ঘটনা গণমাধ্যমের স্বাধীনতা খর্বের চেষ্টার পাশাপাশি আগামী দিনের স্বাধীন সাংবাদিকতা ও মতপ্রকাশের জন্য হুমকি।