পাবনায় বিদ্যুতায়িত হয়ে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু।
বিশেষ প্রতিনিধি:
পাবনা কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকার মহেন্দ্রপুরে
পুকুরে গোসল করতে নেমে বিদ্যুতায়িত হয়ে আব্দুস শাকুর (৫৩) নামে এক মাদ্রাসা শিক্ষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ রোববার পাবনা কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকার মহেন্দ্রপুরে এ ঘটনা ঘটে।
মৃত শিক্ষক আব্দুস শাকুর পাবনা সদরের মহেন্দ্রপুর এলাকার ইসলাম পাটোয়ারীর ছেলে। তিনি ইসলামিয়া ফাজিল মাদরাসার শিক্ষক। পাবনা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ইকবাল হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মাদ্রাসা থেকে বাড়ি ফিরে দুপুরে বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে নামেন আব্দুস শাকুর। সেখানে বিদ্যুতের লাইন দেওয়া ছিল সেটা তিনি বুঝতে পারেননি। এতে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। তিনি মৃত্যুকালে স্ত্রী, তিন ছেলে ও এক মেয়েসহ অসংখ্য অত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।
আজ রবিবার বাদ মাগরিবের নামাজের পর পাবনা দারুন আমান ট্রাস্ট ক্যাম্পাস মাঠে মরহুমের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা নামাজ শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মুনাজাত করা হয়। এরপর আরিফপুর সদর কবরস্থানে দাফন করা হয়।