মোঃ রাজিব জোয়ার্দ্দার,নিজস্ব প্রতিবেদকঃ
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও নিহত নেতাকর্মীদের আত্মার মাগফেরাত কামনায় পাবনা জেলা যুবদলের সাবেক প্রচার সম্পাদক মতিয়ার রহমান হীরার উদ্যোগে ৫এপ্রিল সন্ধায় পাবনা শহরের ঘোড়া স্ট্যান্ডে অবস্থিত বিএনপির আঞ্চলিক কার্যালয়ে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত ইফতার মাহফিলে বক্তব্য রাখেন পাবনা জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক আলহাজ্ব আব্দুস সামাদ খান মন্টু,পাবনা পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম লালু ও পাবনা সদর থানা মৎসজীবি দলের সভাপতি আব্দুস সামাদ। ইফতার মাহফিলে মোনাজাত পরিচালনা করেন হাফেজ মো: আনোয়ার হোসেন।
ইফতার মাহফিলে দৈনিক খবর বাংলার সম্পাদক আলহাজ্ব ডাঃ আব্দুস সালাম,”জাসাস”পাবনা জেলা শাখার সভাপতি খালেদ হোসেন পরাগ, জেলা মৎসজীবি দলের সভাপতি আজম প্রামানিক, জেলা যুবদলের সাবেক ক্রীড়া সম্পাদক মিলন হোসেন সন্টু, পাবনা পৌর যুবদলের যুগ্ন আহবায়ক জীবন হোসেন, পাবনা সদর থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জাকির হোসেন জ্যাকি, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব বাদশা হারুনুর রশিদ, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক কামরুজ্জামান প্রিন্স,যুগ্ন সাধারণ সম্পাদক এম কে ফরিয়াদ, সহ সাধারণ সম্পাদক সাব্বির হাসান তুহিন, সহ সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান জাহিদ, রাকিবুল হাসান রাকিব, ছাত্রদল নেতা মেহেদী হাসান সৌরভ, নিবির বিশ্বাস ও লিখন সহ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।