খুলনার দাকোপের বাজুয়ায় অবৈধ মেলামেশা, মাদক ব্যবসায়ী, চোরাচালানি ও সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি কারী ব্যক্তিদের শাস্তির দাবিতে মানব বন্ধন অনুষ্ঠিত
মোঃ শামীম হোসেন – খুলনা বিভাগীয় প্রতিনিধিঃ-
খুলনার দাকোপের বাজুয়ায় অবৈধ মেলামেশা, মাদক ব্যবসায়ী, চোরাচালানি ও সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি কারী ব্যক্তিদের শাস্তির দাবিতে মানব বন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত। মানব বন্ধন ও প্রতিবাদ সভায় এলাকাবাসী জানান দাকোপ উপজেলার বাজুয়া ইটনিয়ানের ০৫ নং ওয়ার্ডে চুনকুড়ি গত ৫দিন যাবত একটি প্রভাবশালী মহলের উগ্রতায় কিছু সাধারন পরিবার জিম্মি। এলাকায় অবৈধ মেলামেশা, মাদক ব্যবসায়ী, চোরাচালানি, বেহায়া পানা ও অপকর্মে লিপ্ত থাকায় বাজুয়ার সুশীল সমাজ ও সচেতন ব্যক্তিবর্গ নিন্দা ও প্রতিবাদ জানালে আছমা বেগম, জ্যোৎনা বেগম ও রনি গংরা উক্ত ব্যক্তিবর্গের নামে থানায় মিথ্যা অভিযোগ করেন। বাজুয়ার সর্বস্তরের সাধারণ জনগণ তাদের নিন্দনীয় কর্মকাণ্ডের বিরুদ্ধে ০১ এপ্রিল সোমবার বিকাল ৫ টায় চুনকুড়ি মোড় হয়ে কোম্পানি মোড় পর্যন্ত এক বিশাল মানব বন্ধন অনুষ্ঠিত হয়। উক্ত মানব বন্ধনে বক্তৃতা রাখেন, বাজুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মির্জা সাইফুল ইসলাম টুটুল, যুবলীগ নেতা ও রিপোর্টার ক্লাবের সভাপতি রতন মন্ডল, আওয়ামী লীগ নেতা কৃষ্ণপদ রায়, সমাজ সেবক মোঃ মান্নান শেখ, মহিলা সভানেত্রী রুপালি মির্জা, মোঃ আল-আমিন গাজী। আরো উপস্থিত ছিলেন মহিলা ইউপি সদস্য কণিকা পোদ্দার, অনিমেষ, সাবেক দাকোপ উপজেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক স্বর্ণদ্বীপ জোয়ার্দার, বাজুয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম, সহ-সভাপতি মোঃ আজানুর মির্জা, পাপ্পু সাহা, সোহাগ দাস, মোঃ আবু তৈয়েব, সোবাহান মিস্ত্রী, মোঃ হাবী মির্জা, মাসুম শেখ, মোঃ দুলাল মুন্সী, মাহামুদুল শেখ, সালাম শেখ, হাসান শেখ, মোঃ রফিকুল গাজী, মোঃ রসুল সানা, মিল্টন মন্ডল, আলিফ খাঁ, কারিমুল গাজী, দাউদ মির্জা প্রমুখ।