জেলা গোয়েন্দা শাখা, পাবনার অভিযানে চারজন মাদক ব্যবসায়ী ০৮(আট) কেজি গাঁজা এবং দুইজন মাদক ব্যবসায়ী ৩৫০(তিনশত পঞ্চাশ) পিচ ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার।
বিশেষ প্রতিনিধি পাবনা :
মাননীয় পুলিশ সুপার জনাব মোঃ আকবর আলী মুনসী মহোদয়ের নির্দেশনায় পাবনা জেলাকে মাদক ও অপরাধ মুক্ত করার লক্ষ্যে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মাসুদ আলম, বিপিএম এর সার্বিক তত্বাবধানে ওসি, ডিবি মোঃ এমরান মাহমুদ তুহিন এর নেতৃত্বে ইং ১৬/০৩/২০২৪ তারিখ ডিবি পুলিশের এসআই(নিঃ)বেনু রায়, সঙ্গীয় অফিসার এএসআই(নিঃ)মোঃ রুহুল আমিন, বিপিএম এর সহায়তায় পাবনা জেলার সদর থানাধীন গজমতিকুন্ডা এলাকায় অভিযান পরিচালনা করিয়া মাদক ব্যবসায়ী ১। মোঃ ইসলাম (৪২), পিতাঃ মৃতঃ রুতব আলী, সাং-গজমতিকুন্ডা, থানাঃ পাবনা সদর, জেলাঃ পাবনকে মাদক দ্রব্য ০৫(পাঁচ) কেজি গাঁজা সহ গ্রেফতার করে। একই টিম ঈশ্বরদী থানাধীন দাশুরিয়া এলাকায় অভিযান পরিচালনা করিয়া মাদক ব্যবসায়ী ১। মোছাঃ দেলো (৪০),স্বামীঃ মোঃ ইসলাম, সাং-গজমতিকুন্ডা, থানাঃ পাবনা সদর, জেলাঃ পাবনা, ২। মোছাঃ রুপা (২৬), স্বামীঃ মোঃ বেল্লাল, সাং-কৃষ্ণপুর, থানাঃ পাবনা সদর, জেলাঃ পাবনা, ৩। মোছাঃ শাহানা (৪৫), স্বামীঃ সালাম, সাং-লক্ষনপুর, থানাঃ আটঘরিয়া, জেলাঃ পাবনাদের ০৩(তিন) কেজি গাঁজা সহ গ্রেফতার করে।
জেলা গোয়েন্দা শাখা, পাবনার অপর একটি টিম এসআই(নিরস্ত্র)সাগর কুমার সাহা, সঙ্গীয় ফোর্সের সহায়তায় পাবনা জেলার সুজানগর থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী ১। মোঃ আমিরুল ইসলাম (২৫), পিতাঃ মোঃ আফতাব শেখ, সাং-রাইশিমুল পূর্বপাড়া, থানাঃ সুজানগর, জেলাঃ পাবনা, আসামী ২। মোঃ এনামুল হক সোহান (৩২), পিতাঃ মোঃ আঃ রহিম বিশ্বাস, সাং-চর বিশ্বনাথপুর, থানাঃ সুজানগর, জেলাঃ পাবনাদ্বয়কে মাদকদ্রব্য ৩৫০(তিনশত পঞ্চাশ) পিচ ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করে।
ধৃত আসামীদের বিরুদ্ধে পাবনা সদর, ঈশ্বরদী, সুজানগর থানায় পৃথক পৃথক মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়েছে।