জান্নাতুল ফেরদৌস
ওয়ার্ল্ড ইউনিভার্সিটি বাংলাদেশ
আইন বিভাগ
—————+————-
শহর জুড়ে তোমার মতো বিকেল
অবাধ্যতায় নীল ;
শরীর ঘিরে রঙ- তুলির আঁচড়,
কী ভীষণ সাবলীল ৷
আজ না হয় থেমে গেল সময় ,
লতা গুল্মের বুকে;
পরাজিত মেঘ হতে রাজি
তোমারই স্পর্শ সুখে ৷
বিকেল তুমি সাজানো ছায়ার খেলা ,
বেলাশেষের নিশ্চুপ কলতান৷
বিকেল তুমি হলুদ খামের চিঠি ,
হতাশ কোনো পথিকের ফিরে আসা গান ৷৷