খুলনার দাকোপে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে যুগলদের মাছ ধরা ও শিশুদের চিত্রঅংকন প্রতিযোগিতা
মোঃ শামীম হোসেন – খুলনা বিভাগীয় প্রতিনিধিঃ
– খুলনার দাকোপের পানখালী ইউনিয়নের বারুইখালী গ্রামের প্রণবমঠ প্রাঙ্গনে আন্তর্জাতিক নারী দিবস-২০২৪ অুনষ্ঠিত হয়েছে। শনিবার (৯ মার্চ ২০২৪) সকাল ১০টায় কমিউনিটি বেইজড ক্লাইমেট রেজিলিয়েন্ট ফিশারিজ অ্যান্ড অ্যাকোয়াকালচার ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ প্রকল্পের আওতায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মৎস্য অধিদপ্তরের উদ্ধতন কর্মকর্তা ও প্রকল্প পরিচালক সমীর কুমার সরকার। দাকোপ সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় এবং জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার যৌথ উদ্যোগে এবং গ্লোবাল এনভায়রনমেন্ট ফ্যাসালিটি (জিইএফ) এর অর্থায়নে বাস্তবায়িত হচ্ছে।অনুষ্ঠানে গ্রামীন নারীদের সমস্যা ও চ্যালেঞ্জ নিয়ে উপস্থিত নারীগণ সকল সামাজিক বাধা পেরিয়ে উন্নয়নের সোপানে পা রাখার জন্য অভিমত ব্যক্ত করেন। এই অনুষ্ঠানে চিলড্রেন পার্ক স্কুলের ১৫জন ছাত্র-ছাত্রী সৃষ্টিশীল নারী উন্নয়ন ও নারীদের চ্যালেঞ্জ নিয়ে একটি চিত্রঅংকন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। তাদের আকাঁ ৩৫টি ছবি প্রদর্শিত হয়। এছাড়াও নারী-পুরুষ যুগলদের নিয়ে ৭টি রেপলিকা পুুকুরে মাছ ধরার উপর একটি আনন্দময় প্রতিযোগিতা ও অংশগ্রহণকারী সকল শিশুকে সম্মাননা স্মারক এবং প্রতিযোগিতায় অংশগ্রহনকারী নারী-পুরুষ ৭ যুগলকে বিশেষ পুরস্কারে ঘোষিত করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার ডেপুটি এফএওআর দিয়া সানিয়ু। বিশেষ অতিথির বক্তৃতা করেন সিনিয়র টেকনিক্যাল অ্যাডভাইজার মুছাবি নরম্যান, ন্যাশনাল প্রজেক্ট কো- অর্ডিনেটর ড. মোঃ আবুল হাছানাত, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা রণজিৎ কুমার। সভায় যৌথভাবে সঞ্চালন করেন জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার জাতীয় পর্যায়ের কনসালটেন্ট হেনা বাড়–ই, মাছুদুর রহমান ও রফিকুল ইসলাম খান।