খুলনার দাকোপে প্রশাসনের আয়োজনে ৭ই মার্চ দিবস উপলক্ষ্যে বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত
মোঃ শামীম হোসেন – খুলনা বিভাগীয় প্রতিনিধিঃ
– জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণের স্মৃতি বিজড়িত ৭ই মার্চ দিবস উপলক্ষ্যে ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ এবং বিভিন্ন প্রতিযোগিতা আজ (বৃহস্পতিবার) সকাল ১০ টায় দাকোপ উপজেলা মুক্তি যোদ্ধা কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়। দাকোপ উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষার্থীরা ৭ই মার্চের ভাষণ প্রতিযোগিতায় অংশ নেন। এছাড়া কুইজ, চিত্রাংকন ও ছড়া/কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন। অনুষ্ঠানে দাকোপ উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়দেব চক্রবর্তীর সভাপতিত্বে উপস্থিত থেকে বক্তব্য করেন দাকোপ থানার অফিসার ইনচার্জ মোহাম্মাদ আব্দুল হক, চালনা পৌরসভার মেয়র সনত কুমার বিশ্বাস, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কামরুল হাসান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা রণজিৎ কুমার, সমাজসেবা কর্মকর্তা প্রজিত রায়, মহিলা বিষয়ক কর্মকর্তা সুরাইয়া সিদ্দিকা, আইসিটি কর্মকর্তা সমীর বিশ্বাস, দাকোপ প্রেসক্লাব সভাপতি গোবিন্দ বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা অহেদ আলী গাজী, মনোজ কান্তি রায়সহ উপজেলা বিভিন্ন দপ্তর প্রধান ও সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন। পরে ঐতিহাসিক ৭ই মার্চ দিবসের আলোচনা সভায় প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।