মোঃ শামীম হোসেন – খুলনা বিভাগীয় প্রতিনিধিঃ-
খুলনার দাকোপে প্রায় প্রতিটি রাস্তার পাশে গরু বান্দার কারণে ও গোবর নেড়ে দিয়ে শুকানোর জন্য বাড়ছে দুর্ঘটনা ফলে অকালে ঝরে যাচ্ছে অনেক তাজা প্রাণ। বাজুয়ার মোটরসাইকেল চালক সজিব রায় বলেন রাস্তার পাশে প্রায় লোক গরু বান্দে ও গোবর দিয়ে তরমুজ ক্ষেতে যৌব স্যার বানানোর জন্য গোবর রাস্তায় নেড়ে দিয়ে শুকানোর দৃশ্য চোখে পড়ছে। ফলে প্রায় গাড়ি চালকরা দুর্ঘটনার শিকার হচ্ছে। এলাকা ঘুরে একই অভিযোগ পাওয়া যায় দাকোপ উপজেলার সকল ইউনিয়নে বর্ষা মৌসুম এলে বিশেষ করে আমন ধান জমিতে বনা শুরু থেকে ধান কাটার আগ পর্যন্ত এবং তরমুজ লাগানোর সময় থেকে বিক্রয় করার আগ পর্যন্ত সময়টা এলাকার গরু-ছাগলের মালিকরা তাদের গরু- ছাগল দিনের বেলায় বাড়ির গোয়াল থেকে বের করে রাস্তায় বাধে এবং সারাদিন সেখানেই রেখে খড়- কুটা, ঘাস খাইয়ে থাকে। লাউডোব ইউনিয়নের আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি সাগর চন্দ্র বাছাড় বলেন আমার এলাকায় রাস্তায় শুধু গরু বাঁধে না গরুর গোবরও রাস্তায় নেড়ে দিয়ে শুকানো হয় আর গাড়ি চালাতে গিয়ে পরতে হচ্ছে প্রতিনিয়ত বিপাকে। তিনি আরো বলেন গরুর মালিকদের রাস্তায় গরু বাধতে নিষেধ করলেও এরা কথা শনেনা। বানিশান্তা ইউনিয়ন ঘুরেও একই অভিযোগ জানায় এলাকার গাড়ি চালকরা তারা বলেন এদের রাস্তায় গরু বাঁধতে ও গোবর নেড়ে দিতে নিষেধ করলে বলে আমার বাড়ির সামনে আমি গরু বাঁধবো ও গোবর নেড়ে দিবো তাতে তোদের কি। কি বলবো সাংবাদিক ভাই এরা কেউ চেয়ারম্যানের লোক কেউ বড় কোন নেতার লোক তাই আমাদের প্রতিনিয়ত মৃত্যুকে মেনে নিয়ে গাড়ি চালাতে হচ্ছে আর গঠছে দুর্ঘটনা কেউ গাড়ি নিয়ে পড়া খেয়ে হাত- পা ভাগছে কেউ বা মারা যাচ্ছে। এভাবেই দাকোপে দুর্ঘটনা বেড়েই চলেছে। এই দুর্ঘটনা থেকে রক্ষা পেতে এলাকাবাসী যথাযথ কর্তৃপক্ষের দ্রুত দৃষ্টি আকর্ষণ করছে।