মোঃ রাজিব জোয়ার্দ্দার, সিনিয়র রিপোর্টারঃ
ক্রীড়ায় শক্তি ক্রীড়ায় বল, মোবাইল গেমস ছেড়ে খেলার মাঠে চল’ এই প্রতিপাদ্যে পাবনা সদরের মধ্য টাটিপাড়ায় হেদায়েত স্মৃতি স্মরণে ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠান।
রবিবার (৪ ফেব্রুয়ারী) রাতে পাবনা সদর উপজেলার মসজিদুল কুবা জামে মসজিদ, মধ্য টাটিপাড়া প্রাঙ্গনে এই খেলার ফাইনাল ম্যাচ ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
হেদায়েত স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৪ এর মেগা ফাইনালে টাটিপাড়া লায়ন কিংস, আতাইকুলা কে ২-১ ব্যবধানে হারিয়ে হেদায়েত স্মৃতি স্পোর্টিং ক্লাব,মধ্য টাটিপাড়া জয় লাভ করছে ৷ এই খেলায় মোট ৮ টি দল অংশ নেন বাকি ৬ টি দলকে হারিয়ে ফাইনালে ওঠে হেদায়েত স্মৃতি স্পোর্টিং ক্লাব, মধ্য টাটিপাড়া ও লায়ন কিংস আতাইকুলা৷
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
মোঃ সিদ্দিকুর রহমান খান, চেয়ারম্যান, চরতারাপুর ইউনিয়ন পরিষদ৷
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
মোঃ মনসুর আলী খান, সিনিয়র ব্যাংক কর্মকর্তা, অগ্রনী ব্যাংক দুবলিয়া বাজার শাখা৷
মোঃ মোস্তফা খান, মেম্বার, ৮ নং ওয়ার্ড, চরতারাপুর ইউনিয়ন পরিষদ
মোঃ খোদা বক্স খান ( খুদু খান), সাবেক মেম্বার, ৮ নং ওয়ার্ড, চরতারাপুর ইউনিয়ন পরিষদ
মো: সিদ্দিকুর রহমান, মেম্বার, ৭ নং ওয়ার্ড, চরতারাপুর ইউনিয়ন পরিষদ সহ এলাকার সকল শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন৷
আয়োজনে: মধ্য টাটিপাড়া যুব সমাজ৷ তে পুরুস্কার বিতরণের আগে মধ্য টাটিপড়া গ্রামের মোঃ তাজু মোল্লার ছেলে মৃত্যু হেদায়েত মোল্লার স্মরণে ও তার আত্মার শান্তি কামনায় দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।