নিজস্ব প্রতিবেদক
মহে রমজানের প্রথম দিন থেকে সারা বাংলাদেশের ন্যায় ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগ নেতা, জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো সাব্বির ইসলামের উদ্দ্যেগে, ঠাকুরগাঁও জেলা আওয়ামীলীগ এর পার্টি অফিসের সামনে ইফতার বিতরণ করেন। এই সময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের ৩৫/ ৪০ কর্মী।
যথাক্রমে ফিরোজ, মিতু, বাপ্পি,গোবিন্দ, দিপু,রিপন, পায়েল, প্রিতম, হাইয়ুম, রিজু, হিমেল, বিধান,চঞ্চল, শান্ত, জাহাঙ্গীর, রাকিব, রিফাত, চয়ন, সজিব, রেজাউল,চঞ্চল, হিমেল, সহ আরো অনেক জন। উক্ত ইফতার বিতরণ কর্মসূচির সময়, জেলা ছাত্রলীগের নেতা সাব্বির ইসলাম, ও কর্মী বৃন্দ জননেত্রী শেখ হাসিনার জন্যে দোয়া চান এবং অসন্ন নির্বাচনে নৌকার পাশে থাকার অহবান জানান। এছাড়াও ছাত্রলীগের বিষয় সাধারণ মানুষের মধ্যে একটি পজেটিভ ভাবধারা তুলে ধরার প্রচেষ্টা করেন৷ এক সময় প্রায় শতাধিক, পথচারী, রোযাদার মানুষের মাঝে ইফতার বিতরণ করেন৷