মোঃ শামীম হোসেন – খুলনা বিভাগীয় প্রতিনিধিঃ-
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে দাকোপ উপজেলা চেয়ারম্যান প্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান ও দাকোপ উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব শেখ আবুল হোসেন তিলডাঙ্গা ইউনিয়নের বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ ও পথসভা করেছেন।
বৃহস্পতিবার বিকালে তিনি গড়খালী এলাকায় গণসংযোগ শেষে স্হানীয় পাকা ঘাট এলাকায় পথসভা করেন। ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বিকাশ চন্দ্র মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথি হিসাবে বক্তৃতা করেন চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব শেখ আবুল হোসেন। বক্তৃতা করেন উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আব্দুল কাদের, চালনা পৌরসভার মেয়র সনত কুমার বিশ্বাস, উপজেলা আওয়ামীলীগনেতা আজগর হোসেন ছাব্বির, কালীদাস সরকার, স্বপন সরকার, নিত্যুরঞ্জন কবিরাজ, তন্ময় সরকার, জ্যোতিশংকর রায়, পরিতোষ বালা, কামাল হোসেন ডাবলু, হাশেম আলী গাজী, আলহাজ্ব ইরফান আলী সানা, মোফাজ্জেল মোল্যা, পীরআলী শেখ, সুব্রত সানা, মোশাররফ হোসেন, এস এম সরদার, ইকবল হোসেন সানা, সুরঞ্জন মন্ডল, হাদীউজ্জামান অরেঞ্জ, রশিক লাল রায়, দ্বীনবন্ধু সরদার, কালাম গাজী, মামুন শেখ, অনুপম আদিত্য সরকার, শিমুল গাজী, নাসির গাজী, তরুন মন্ডল প্রমুখ। এরপর তিনি মোজামনগর বাজার এলাকায় গন সংযোগ শেষে পৃথক একটি পথসভায় বক্তৃতা করেন।