বিরহী হিয়া তুমি
এ এস এম সাদেকুল ইসলাম
এ মন কাঁদে যে
তোমার’ ই লাগিয়া,
ক্ষনে ক্ষনে উঠে মোর
হৃদয় জাগিয়া।
কাঁদে যে এই মন
তোমার’ ই জন্য,
তোমার’ ই পরশে
হতাম ধন্য।
তোমার’ ই অপমান
হই যে নতজান
ভীত যে এই মন
উঠে সে কাঁদিয়া।
আমার এ মনের কাঁবায়
তোমায় সদা পেতে চায়
তুমি আছো যে কোথায়
শায়িত সজ্জায়
সোনার।মদিনায়
হে নবী,মরি যে আমি
তব হে তোমায় জগত খুঁজিয়া।।
করো হে দেখা আমার সনে,
হয় যদিও-নিদ স্বপনে
আমি যে কাঙ্গাল তোমারি ধ্যানে
লও গো তোমার-
তরীতে উঠাইয়া।।