মোঃ রাশিদুল হাসান জিহাদ, নিজস্ব প্রতিনিধিঃ ‘শীতবস্ত্র বিতরণে অসহায় দরিদ্র মানুষের পাশে হিম ট্রাস্ট’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার শহীদ স্মৃতি সরকারি কলেজ প্রাঙ্গণে হিম ট্রাস্ট (হিউম্যান অরগানাইজেশান) এর উদ্যোগে অসহায় শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন জিল্লুর রহমান খুশরু এর প্রতিষ্ঠিত হিম ট্রাস্ট এর কার্যকরী সদস্য এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সভাপতি জান্নাতুল নাঈমা আকন্দ জানা। এছাড়াও আরো উপস্থিত ছিলেন শহীদ স্মৃতি সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ আলী ইদ্রিস, ছাএলীগ কর্মী জাহিদুল ইসলাম জাহিদ, পিউস, সজিব, হীরা, আনন্দ, মনির সহ বিভিন্ন সহযোগী সদস্যগণ প্রমূখ। এসময় প্রায় শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। প্রতিবছর পৌষ মাসে তীব্র শীতের সময় শহীদ স্মৃতি সরকারি কলেজ প্রাঙ্গণে শীতবস্ত্র বিতরণ করা হয়। এসময় অধ্যক্ষ ইদ্রিস আলী বলেন, এই কনকনে শীতে আমাদের অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো উচিত। তরুণ প্রজন্মেকে আমাদের উদ্ভুদ্ধ করতে হবে, যেনো তারা সবসময় অসহায় মানুষদের পাশে থাকতে পারে।
জান্নাতুল নাঈমা আকন্দ জানা বলেন, আমি অসহায় মানুষদের পাশে সবসময় থাকতে চাই। আমার বাবা আব্দুল হাই আকন্দ আমার সবচেয়ে বড় উৎসাহ।
অসহায় এক বৃদ্ধ মহিলা রুপালি আক্তার(৬৫) বলেন, প্রচন্ড শীতে আমাদের জীবন থমকে দাঁড়ায় দারিদ্রতার জন্য, পয়সার অভাবে দুমুঠো খেতে পারি না শীতবস্ত্র কিনবো কিভাবে।