সাঁথিয়ায় ট্রাক চাপায় হোন্ডারোহী যুবক নিহত
এস এম আলমগীর চাঁদ ( পাবনা প্রতিনিধি )
পাবনার সাঁথিয়ায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক হোন্ডারোহী যুবকের মৃত্যু হয়েছে ।
নিহত যুবকের নাম আতিকুর রহমান শিহাব (30)। সে উপজেলার পৌর এলাকার ফকির পাড়া গ্রামের ব্যবসায়ী সিদ্দিকুর রহমানের বড় ছেলে ।মঙ্গলবার বেলা তিনটার দিকে সে ব্যবসায়িক কাজে মোটর সাইকেল যোগে সাঁথিয়া থেকে পাবনার উদ্দেশ্যে রওনা হয় ।
জানা যায়, শিহাব মোটরসাইকেল যোগে ঢাকা পাবনা মহাসড়কের গঙ্গারাম পুর নামক স্থানে পৌছালে বিপরীত দিক থেকে ছেড়ে আসা একটি ট্রাক তাকে চাপা দিলে সে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে মারাত্মক আহত হয় ।
আশংকাজনক অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন ।
শিহাবের আকস্মিক মৃত্যুতে এলাকাবাসী ও তার পরিবারের মধ্যে শোকের ছায়া নেমে আসে ।
মাধপুর হাইওয়ে থানার এসআই হাশেম আলী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন , ঘাতক ট্রাক টিকে তাৎক্ষণিক আটক করা সম্ভব হয় নি ।