বিশেষ প্রতিনিধি:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৫ আসনের নৌকার মাঝি গোলাম ফারুক এমপির প্রচারের অংশ হিসেবে গয়েশপুর ইউনিয়ন আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত জনসভায়। রোববার সন্ধ্যায় জালালপুর বাজারে এক জনসভার আয়োজন করা হয় গয়েশপুর ইউনিয়ন আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত জনসভায় বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা কর্মী সমর্থকদের নিয়ে জনসভা কে সফল করার জন্য জনসভায়স্থলে আসতে থাকে। কিন্তু একটু ব্যতিক্রম ভাবে গয়েশপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল লতিফ খান ভ্যন্টবাজিয়ে, ঘোড়ার গাড়ি নিয়ে শতশত নেতাকর্মী নিয়ে উপস্থিত হন। ব্যতিক্রমী এই আয়োজন দেখে শত শত নেতা কর্মী তাকে হাতের তালি দিয়ে বরণ করে দেন এ সময় উপস্থিত ছিলেন গয়েশপুর ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল লতিফ খান, ওয়াড আওয়ামী লীগের সেক্রেটারি শামীম খান, রেজাউল মেম্বর, সাবেক সভাপতি রেজাউল খাঁ, বাবু শেখ, রাজেন খা, বকুল খা, রাজ্জাক শেখ, বাবু খা,বাবু শেখ,শাহিন খা, হারুন খানসহ আরো অনেক নেতৃবৃন্দ জনসভা শেষে জালালপুর ঈদগা মাঠে গ্রাম বাংলার ঐতিহ্য লাঠি খেলা অনুষ্ঠিত হয়। আব্দুল লতিফ খান এক সংক্ষিপ্ত বক্তব্যে বলেন গ্রাম বাংলার ঐতিহ্য লাঠিখেলা আজ বিলুপ্তির পথে এবং ঘোড়ার গাড়ি ও বিলুপ্তির পথে গ্রাম বাংলার সেই ঐতিহ্যকে ফিরে আনতে আমার এই ব্যতিক্রম আয়োজন সর্বশেষে তিনি সবার কাছে নৌকার জন্য ভোট কামনা করেন।