শোয়েব হোসেন : প্রখ্যাত শ্রমিক নেতা সাবেক এমপি পাবনা জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা ওয়াজি উদ্দিন খানের কন্যা বাংলাদেশ যুব মহিলা লীগ পাবনা জেলা শাখার সুযোগ্য সহ-সভাপতি তাওহিদ তানমান খান স্বাতী’র অকাল মৃত্যুতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ যুব মহিলা লীগ পাবনা জেলা শাখার সভাপতি এ্যাড. আরেফা খাতুন শেফালী’র সভাপতিত্বে আজ ৭ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে বাংলাদেশ যুব মহিলা লীগ পাবনা জেলা শাখার উদ্যগে পাবনা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাবনা-৫ আসনের তিন বারের নির্বাচিত এমপি দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনিত প্রার্থী জননেতা গোলাম ফারুক প্রিন্স,আরও উপস্থিত ছিলেন যুব মহিলা লীগ পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক কোহিনুর ফেরদৌস কনা পাবনা জেলা যুব মহিলা লীগের সিঃ সহ-সভাপতি ও পাবনা জেলা পরিষদের সংরক্ষিত আসনের প্যানেল চেয়ারম্যান আইরিন কিবরিয়া কেকা, পাবনা পৌর যুব মহিলা লীগের সভাপতি সাদিয়া আফরিন কথা সহ যুব মহিলা লীগের জেলা উপজেলা পর্যায়ের নেত্রীবৃন্দ।
উক্ত দোয়া অনুষ্ঠানে উপস্থিত বক্তারা প্রয়াত নেত্রী স্বাতী’র বন্যার্ঢ রাজনৈতিক জীবনের স্মৃতি চারণ করেন এবং প্রয়াত নেত্রী স্বাতী’র বাল্য শিক্ষক মাওলানা আব্দুস শাকুর এর দোয়া ও মোনাজাতের মাধ্যমে উক্ত দোয়া অনুষ্ঠান শেষ হয়।