মোঃ শামীম হোসেন – খুলনা বিভাগীয় প্রতিনিধিঃ- খুলনা আড়ংঘাটা বাইপাস সড়ক থেকে ২০ টি অতিথি পাখি বিক্রি করার সময় পুলিশ ১ জন কে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা ও পাখি গুলো অবমুক্ত করা হয়। বুধবার ২২ নভেম্বর বেলা ১১ টার সময় খুলনা আড়ংঘাটা থানার বাইপাস সড়কে সরোয়ার গাজী ২০ টি অতিথি পাখি শিকার করে এনে বিক্রি করার সময় পুলিশ তাকে হাতে নাতে ধরে ফেলে। এ সমায় তার কাছে শীতের অতিথি ১৯ টি ডুমকুর ও ১টি হাঁস পাখি পাওয়া যায়। এবিষয়ে আড়ংঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওয়াহিদুজ্জামান বলেন আমাদের দেশে থেকে অতিথি পাখি প্রায় বিলুপ্ত পথে। নতুন করে অতিথি পাখি আগমন ঘটায় আমরা আনন্দিত।
এই পাখি শিকার বন্ধ করতে আমি আপনি সবাই চেস্টা করবো। পরে ডুমুরিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এসে এম আশিস মোমতাজ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে পাখি শিকারের দায়ে সরোয়ার গাজী কে বনপ্রআনই সংরক্ষণ নিরাপত্তা আইনের ২০১২এর ৩৮(১) ধারায় ৫ হাজার টাকা জরিমানা করেন। পরেদ অতিথি পাখি গুলো কে ঘোড়ার দ্বারা সুইচগেট এলাকায় অবমুক্ত করা হয়েছে।