মোঃ শামীম হোসেন – খুলনা বিভাগীয় প্রতিনিধিঃ– খুলনার দাকোপে ঘুর্ণিঝড় মিধিলির ভারী বৃষ্টির প্রভাবে উঠতি আমন ধানের চাষিরা কিছুটা বিপাকে পড়েছেন। বৃহস্পতিবার রাতে ও শুক্রবার বিকাল পর্যন্ত বৃষ্টিপাত ও ঝড়ো হাওয়ায় অধিকাংশ আমনের ক্ষেতের ধান নুইয়ে পড়েছে। খেতে পানি জমে ধানের শীষ তলিয়ে গেছে। কিছু কিছু এলাকার ধান ফলে বের হওয়ার মূহুর্তে বৃষ্টিপাতে ক্ষতির আশংকা করছেন কৃষকরা। দাকোপ কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি আমন মৌসুমে উপজেলার সকল জমিতে ব্যাপক আমন ধানের চাষ হয়েছে। এবার দাকোপের চালনা পৌরসভা ও উপজেলার ৯ টি ইউনিয়নে প্রায় ১৯ হাজার ১ শত ৪০ হেক্টর জমিতে আমন ধানের চাষ হয়েছে। ইতিমধ্যে বেশ কিছু জমিতে আমন ধান কাটা চলছে ও কাটার উপযোগী হয়েছে বলে কৃষি অফিস থেকে জানানো হয়েছিলো। অনেকের কাটা ধান পানিতে তলিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। তবে আর বৃষ্টি না হলে ধানের তেমন ক্ষতি হবে না বলে কৃষি সংশ্লিষ্টরা জানিয়েছেন। এ বিষয়ে দাকোপ উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম বলেন, ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে বৃষ্টিপত হয়েছে। তবে এতে আমনের তেমন ক্ষতির আশংকা নেই। চাষিরা জমিতে জমে থাকা পানি দ্রুত নিষ্কাশন করলে ধানের তেমন কোন ক্ষতি হবে না বলে নিশ্চিত করেছেন। তিনি আরও বলেন, আমাদের সকল উপ সহকারী কৃষি কর্মকর্তাকে ৯ টি ইউনিয়নের স্ব স্ব ব্লকে পাঠানো হয়েছে। তারা কৃষকদের সাথে সার্বক্ষণিকভাবে যোগাযোগ রাখছেন। তবে সবজির কোন ক্ষতি হয়েছে কিনা সেটিও নিরূপণ করা হচ্ছে বলে জানান ওই কর্মকর্তা। এদিকে উপজেলার লাউডোব ইউনিয়নের ইউপি সদস্য আনিসুর রহমান বাবলু গাজী বলেন আমার এলাকায় বেশ কিছু জমিতে ধান শুয়ে গেছে বৃষ্টির কারণে তাই কৃষকরা চিন্তিত কি হবে তাদের ধানের এই বিষয় নিয়ে। উপজেলার সকল এলাকা ঘুরে দেখা যায় উপজেলার সকল ইউনিয়নের আমনের বেশ কিছু জমিতে ধান পানিতে নুয়ে গেছে এখন যদি কৃষক তাদের জমির পানি ঠিক মতো নিষ্কাশনের ব্যবস্থা করতে পারে তাহলে তেমন ক্ষতি হবে না আর পানি নিষ্কাশন করতে না পারলে ব্যাপক ক্ষতি হবে বলে কৃষকেরা মনে করছেন।