মোঃ শামীম হোসেন – খুলনা বিভাগীয় প্রতিনিধিঃ– মোংলার দিগরাজ মসজিদুল আকসা জামে মসজিদের নির্মাণ কাজ চলছে সকলের ক্ষুদ্র ক্ষুদ্র অনুদানের মধ্যে দিয়ে এগিয়ে যাচ্ছে মসজিদ নির্মাণের কাজ। তাই সকলের সহযোগিতা কামনা করছে মসজিদ কমিটি। মসজিদটি নির্মাণের জন্য প্রচুর টাকার প্রয়োজন সকলের সহযোগিতা ছাড়া কোন ভাবে মসজিদের পুরো কাজ সম্পূর্ণ করা সম্ভব হবে না। তাই সকলকে অনুদানের হাত বাড়িয়ে দেওয়ার জন্য আহবান জানিয়েছেন মসজিদ কমিটি ও মসজিদের ইমাম মাওলানা আল-আমিন। তিনি বলেন আজ যারা আল্লাহর ঘর নির্মাণে এগিয়ে আসবে তাদের দান ও ছদকা কাল হাশরের ময়দানে বান্দার জীবনের নাজেতের উছিলা হয়ে যাবে এবং তাদের সকল নেক আমল কবুল করে নিবেন মহান আল্লাহ তালা। এই দানের উছিলায় দান কারীর মাতা- পিতা জান্নাতের উচ্চ মর্যাদায় আসীন হবে। তাই আপনি নিজেও দান করুন অপরকেও দান করতে উৎসাহিত করুন আমাদের মসজিদের নির্মাণ কাজ চালিয়ে নেওয়ার জন্য। আপনাদের সকলের দানে মসজিদ নির্মাণ হবে কারণ মসজিদের যে ফান্ড ছিলো তা শেষ এখন আপনারাই এগিয়ে নিয়ে যাবেন দানের বিনিময়ে মসজিদের নির্মাণ কাজ। যারা নিজে এসে দিতে না পারবেন তাদের জন্য ব্যাংক একাউন্ট ও বিকাশ- নগদের ব্যবস্থা রয়েছে। মসজিদে মুক্ত হস্তে দানের জন্য দিগরাজ মসজিদুল আকসা জামে মসজিদের ট্রাষ্ট ব্যাংক এর একাউন্ট নাম্বার ৭০১৭০৩১১০৮১১৯০ বিকাশ ও নগদ নাম্বার মসজিদের ইমাম মাওলানা আল- আমিন সাহেবের ০১৯২৯-০৪৩৬৯২ সকলে এগিয়ে আসুন এই নাম্বারে দান করুন। আপনার দান বিফলে যাবে না দানের বিনিময়ে গড়ে উঠছে দিগরাজ মসজিদুল আকসা জামে মসজিদেরদের ৪ তালা ফাউন্ডেশন বিশিষ্ট মসজিদ নির্মাণের কাজ।