মোঃ রাশিদুল হাসান জিহাদ, নিজস্ব প্রতিনিধিঃ আজ ময়মনসিংহের মুক্তাগাছা থানাধীন মহেষবাড়ী গ্রাম হতে মাদকদ্রব্য বিক্রয়ের সময় মোঃ তোফাজ্জল হোসেন (৩৫), পিতা-আমির উদ্দিন কসাই, গ্রাম- পাড়াটঙ্গী এবং মোছাঃ নারগিছ বেগম (৫০), স্বামী-মৃত- আবু তাহের, গ্রাম- মহেষবাড়ী, উভয় থানা- মুক্তাগাছাকে ৭ কেজি গাঁজা সমেত গ্রেফতার করে মুক্তাগাছা থানা পুলিশ। একইদিনে অপর একটি অভিযানে মুক্তাগাছা থানাধীন শ্রীপুর মাইজ হাটি এলাকা থেকে নাকিব হাসান পরাগ (৩০), পিতা- মোঃ আঃ হাই ফকির, মোঃ তাকবীর হোসেন (২৪), পিতা- মোঃ মানিক মিয়া, উভয় গ্রাম- শ্রীপুর মাইজহাটি, মোঃ আজাহারুল ইসলাম (৩২), পিতা- মোঃ চান মিয়া, গ্রাম- শ্রীপুর নয়াপাড়া, আবু রায়হান (২৯), পিতা- মোঃ জালাল উদ্দিন, গ্রাম- মুজাটি চরপাড়া, সর্ব থানা- মুক্তাগাছাকে ০৩ গ্রাম হেরোইনসহ এবং অপর একটি অভিযানে মোঃ অন্তর (২৩) পিতা- মোঃ নজরুল ইসলাম, সাব্বির হোসেন ফরাজী (২১) পিতা- মোঃ তারা ফরাজী, মোঃ খলিলুর রহমান ফরাজি (৩১), পিতা- মোঃ আলাল উদ্দিন, মোঃ রিপন মিয়া (২৪), পিতা- মোহাম্মদ আলী, সর্ব গ্রাম- পাড়াটংগী, থানা- মুক্তাগাছা, জেলা- ময়মনসিংহদেরকে ১২ গ্রাম হেরোইনসহ গ্রেফতার করে মুক্তাগাছা থানা পুলিশ। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে পৃথক ০৩টি নিয়মিত মামলা রুজু করে আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়। এ ব্যাপারে জানতে চাইলে মুক্তাগাছা থানা অফিসার ইনচার্জ মোঃ আব্দুল মজিদ বলেন, ময়মনসিংহ জেলা পুলিশের সুযোগ্য পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মহোদয়ের সার্বিক তত্ত্বাবধান ও দিক নির্দেশনা অনুযায়ী মুক্তাগাছা থানা এলাকায় বিভিন্ন ধরনের মাদকসহ চোরাকারবারি, ডলার প্রতারক চক্র, ছিনতাইকারী, বাল্যবিবাহ নিরসন ও সার্বিক আইন শৃঙ্খলা বজায় রাখতে মুক্তাগাছা থানা পুলিশ অহর্নিশি কাজ করে যাচ্ছে। এছাড়াও যেকোনো অপরাধ ও মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন ।
পরিবার তথা সামাজিক বিষফোঁড়া তথা যুব শক্তি ধ্বংসকারী এই মাদক নির্মূলে প্রশাসনের পাশাপাশি জনসম্পৃক্ততা সময়ের দাবি বলে অভিজ্ঞ মহলের ধারণা ।