মোঃ শামীম হোসেন – খুলনা বিভাগীয় প্রতিনিধিঃ- খুলনার দাকোপ উপজেলার কৈলাশগঞ্জ ইউনিয়নের ভুটেমারী গ্রামের ফরাজী বাড়ীর সামনে ব্যক্তিগত দ্বন্দের জেরে ২৩৫-২৪০ টি পরিনত বয়সের কলাগাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। ফরাজী পরিবারের অভিভাবক আলহাজ্ব ছমেদ ফরাজি জানান আমার পাঁচ ছেলের সবাই সৌদি প্রবাসী। বড় ছেলে মিজান ফরাজী দেড় যুগ পরে দুই বছর বাড়ীতে অবস্থান করছে। সম্প্রতি একটি মিথ্যা মামলা দিয়ে তাকে এলাকা ছাড়া করা হয়েছে। ফরাজি পরিবারের মেঝে ছেলে সৌদি প্রবাসী ও তায়েফ জেলা আওয়ামীলীগ নেতা আবদুল রাজ্জাক ফরাজী বলেন আমরা ভাইয়েরা সৌদি অবস্থান করছি বাড়ীতে শুধু বৃদ্ধ বাবা মা ও পুত্রবধূরা অবস্থান করছে। এই সুযোগ কাজে লাগিয়ে এলাকার কিছু চিহ্নিত দুর্বৃত্তরা আমাদের বাড়ির বাগানে ডুকে ব্যাপক ক্ষতি করেছে। বর্তমানে আমি সৌদি আরবে তায়েফ জেলা আওয়ামী লীগের নেতৃত্ব দিচ্ছি আর যে ভাই সৌদি থেকে যেয়ে বাড়িতে আছে সেও দাকোপে আওয়ামীলীগের অঙ্গ সংগঠনের নেতৃত্ব দিচ্ছে অথচ কয়েক দিন আগে বিএনপির নেতাদের নামে যে মামলা হয়েছে তাতে তার নাম দেওয়া হয়েছে। আমি শুনে অতবাক হয়েছি আর আমার ভাইকে মামলায় কিভাবে নাম দিয়েছে আবার এখন আমার বাড়িতে আক্রমণ এটা খুবই নিন্দার ব্যাপার। এই অবস্থায় দাকোপ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সম্পাদকের দৃষ্টি আকর্ষণ করছি এর সুরাহ করার জন্য। বর্তমানে আমার বাড়ীতে অবস্থানরত সবাই আতঙ্কে দিনযাপন করছে।