মোঃ শামীম হোসেন – খুলনা বিভাগীয় প্রতিনিধিঃ-
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১৩ ই নভেম্বর খুলনায় ঐতিহ্যবাহী সার্কিট হাউজ মাঠে জনসভায় আগমন উপলক্ষে দাকোপ উপজেলা সেচ্ছাসেবক লীগের নেতৃত্বে বাজুয়ায় আনন্দ র্যালি ও পথ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়৷ বাজুয়া-খুটাখালি বাজারের খেয়াঘাট এর সামনে থেকে একটি আনন্দ র্যালি বের হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে লাউডোব আর্য্য হরিসভার সামনে এসে পথ শোভার মধ্যে দিয়ে শেষ হয়৷ বাগেরহাট -৩ আসন তথা রামপাল মোংলায় মনোনয়ন প্রত্যাশী খুলনা জেলা সেচছাসেবক লীগের সভাপতি শেখ মোঃ আবু হানিফ ০৭ নভেম্বর মঙ্গলবার দুপুর ১ টার সময় দাকোপ উপজেলার বাজুয়া বাজার এলাকায় আওয়ামী লীগ, সেচ্ছাসেবক লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীর একটি বিশাল র্যালি নিয়ে তিনি এ কার্যক্রম পরিচালনা করেন। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন খুলনা জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক এম এম আজিজুর রহমান রাসেল, জেলা আওয়ামী লীগের সদস্য, খুলনা -১ আসনের মনোনয়ন প্রত্যাশী ও ট্রাস্টি নান্টু রায়, বাজুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মির্জা সাইফুল ইসলাম টুটুল, জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আবু সালেহ বাবু, সাংগঠনিক সম্পাদক শেখ মাহমুদুল নবী মিল্টন, সমাজ কল্যাণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন, ধর্মবিষয়ক সম্পাদক চঞ্চল রায়, দাকোপ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক জি এম রেজা, বানিশান্তা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক বিকাশ চন্দ্র মন্ডল, বাজুয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জয়ন্ত রায় জয়, লাউডোবের সভাপতি জয়ন্ত রায়, বানিশান্তার সভাপতি জয়ন্ত প্রকাশ গাইন, কৈলাশগঞ্জের সভাপতি প্রনব গাইন, তিলডাঙ্গার সভাপতি মোঃ অরেঞ্জ গাজী, লাউডোব ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক বিপ্লব মন্ডল, বাজুয়ার মোঃ হাফিজুল ইসলাম, দাকোপের সুকান্ত রায়, কৈলাশগঞ্জের সমীর মন্ডল, তিলডাঙ্গার দীনবন্ধু রায়, সেচ্ছাসেবক লীগনেতা গৌতম মন্ডল, মোঃ জলিল শেখ, আজানুর মির্জাসহ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী। আগামী জাতীয় সংসদ নির্বাচনে জনসাধারণের মাঝে সরকারের যে সব গণমুখী উন্নয়ন সম্পন্ন হয়েছে তার ফিরিস্তি তু্লে ধরে শেখ মোঃ আবু হানিফ বলেন, আগামী দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে আমরা মানুষের দ্বারে দ্বারে যাচ্ছি। প্রধানমন্ত্রীর শেখ হাসিনার আন্তরিকতা এবং দক্ষিণ পশ্চিম অঞ্চলের আওয়ামী লীগের অভিভাবক বঙ্গবন্ধুর ভাতুষ্পুত্র বাগেরহাট ১ আসনের মাননীয় সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন এমপি’র দৃঢ় নেতৃত্বে এবং তার নির্দেশে
বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবক লীগ খুলনা জেলার সকল সংগঠনের কর্মীরা আজ ঐক্যবদ্ধ সরকারের সকল সফলতা আমাদের গর্ব। সরকার এসডিজির রূপকল্প বাস্তবায়নে কাজ করছে। ডিজিটাল ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সরকার জনগণের কাছে যে প্রতিশ্রুতি দিয়েছিল তা বাস্তবায়ন করেছে। পদ্মা সেতু, সারাদেশে বিদ্যুৎ সংযোগ স্থাপন, গ্রামীন রাস্তাঘাট নির্মাণ, অবকাঠামোগত উন্নয়ন, কর্মসংস্থান বৃদ্ধি, নারীর ক্ষমতায়ন, স্বাস্থ্যসেবা বৃদ্ধিসহ নানামুখী পদক্ষেপ গ্রহন করে তা বাস্তবায়ন করেছেন। তিনি এ সময় আগামী (১৩ নভেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুলনা ঐতিহ্যবাহী সার্কিট হাউজ মাঠে সমাবেশে সকলকে উপস্থিত থাকার জন্য উদার্থ আহ্বান করেন ৷