সোহাগ খান বাপ্পী, বিশেষ প্রতিনিধি : পাবনা সদর উপজেলার আতাইকুলার দুর্গাপুর উচ্চ বিদ্যালয়ের চারতলা নতুন ভবন উদ্বোধন করা হয়েছে। সোমবার (৬ অক্টোবর) দুপুরের নতুন ভবনের ফলক উন্মোচনের মধ্য দিয়ে এর উদ্বোধন করেন তিনি। উদ্বোধন শেষে উচ্চ বিদ্যালয় মাঠে একটি সভায় বক্তব্য দেন প্রিন্স এমপি।
তিনি বলেন, আগামী প্রজন্মকে সুশিক্ষিত করতে সরকার সবধরণের উদ্যোগ নিয়েছে ও বাস্তবায়ন করেছে। এরই দৃশ্যমান ফল এই স্কুলের চারতলা নতুন ভবন। বিএনপির হরতাল-অবরোধকে দেশে নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা উল্লেখ করে প্রিন্স এমপি বলেন, যে কর্মসূচী সাধারণ মানুষের দুর্ভোগ বাড়ায় সেটি কোনোভাবেই বৈধ আন্দোলন হতে পারে না। এ আন্দোলনের মধ্য দিয়ে বিএনপি দেশে অশান্তি সৃষ্টি করতে চায়। আপনারা সাধারণ মানুষ সেটি বোঝেন এজন্য তাদের বয়কট করুন। আগামী নির্বাচনে নৌকায় ভোট দিয়ে তাদের নোংরা রাজনীতির সঠিক জবাব দিন।
উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোশারফ হোসেন, পৌরসভার মেয়র শরিফ উদ্দিন প্রধান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাওয়াল বিশ্বাস, জেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক জামিরুল ইসলাম মাইকেল, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ রাসেল আলী ভিপি মাসুদ, অর্থ সম্পাদক হিরোক হোসেন, দপ্তর সম্পাদক সাইফুল শেখ, জেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ, পৌর আওয়ামী লীগ নেতা কামরুজ্জামান রকি, আতাইকুলা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মঞ্জুরুল ইসলাম মঞ্জু মাস্টার, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বাকি বিল্লাহ, সাধারণ সম্পাদক শওকত আলী খান, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা বাদশা, ছাত্রলীগের সাবেক সভাপতি রফিকুল ইসলাম বকুল, সহ অন্যান্য নেতৃবৃন্দ।