মোঃ শামীম হোসেন- খুলনা বিভাগীয় প্রতিনিধিঃ- খুলনার দাকোপের বাজুয়া ইউনিয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে চলছে বার্ষিক পরীক্ষাকে কেন্দ্র করে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ। বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বজিত দে বলেন এস এস সি পরীক্ষার্থীদের ফরম ফ্লাপ চলছে এছাড়া স্কুলের বার্ষিক পরীক্ষা চলে এসেছে এবং ১৬ ই ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও ক্রীড়া প্রতিযোগিতা রয়েছে তাই পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মাঠের কাজ চলছে। সকাল থেকেই স্কুলের নাইট- গার্ড সুব্রত সরদার টেক্কা ও চতুর্থ শ্রেণীর কর্মচারীদের এভাবে কাজ করতে দেখা যায়। জানা যায় ১৯২০ সালে বাজুয়া ইউনিয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। স্বর্গীয় সুরেন্দ্রনাথ রায়ের একান্ত প্রচেষ্টায় ১০০বছরের আগে জড়াজীর্ণ্য ঘর দিয়ে তৈরি হয়েছিল এই বিদ্যালয়টি। সুন্দর বনের কোল খেষে তৈরি এই বিদ্যালয়টি আজ আস্তে আস্তে এতো সুন্দর ৫ তালা ভবন নির্মাণ হয়ে বিদ্যালয়টির কার্য্যক্রম চলছে যা সত্যিই প্রশংসা করার মতো। বর্তমানে বিদ্যালয়ের দিকে তাকালে চোখ জুড়িয়ে যায়। এই এলাকা নিয়ে স্বপ্ন দেখেছিলেন ১০০ বছর আগে সুরেন্দ্রনাথ রায় তাই তার স্বপ্নের ফসল হিসেবে কালের স্বাক্ষী হয়ে আজ বাজুয়ায় মাথা উচু করে দাড়িয়ে আছে স্বর্গীয় সুরেন বাবুর তৈরি বাজুয়া ইউনিয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, বাজুয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়, বাজুয়া সুরেন্দ্রনাথ অনার্স ডিগ্রি কলেজ ও সুরেন বাবুর কালিবাড়ি।