মোঃ রাসেল হোসেন, বিশেষ প্রতিনিধি: কলারোয়ার কাঁদপুরে পূর্ব শত্রুতার জেরে দেবরের গাছি দায়ের কোপে ভাবি জাহানারা আহত হয়েছে। বর্তমানে মারাত্বক আহত জাহানারা কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।ঘাতক তবিবর রহমান তবি মৃত রমজান আলী বিশ্বাসের পুত্র।
তবিবার রহমান তবি তার ভাবিকে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ভাবী জাহানারা খাতুনকে হত্যার উদ্দেশ্যে ধারালো গাছি দা দিয়ে মাথায় আঘাত করিয়া পালিয়ে যায়। সোমবার সন্ধ্যার দিকে তার নিজ বাড়ি উপজেলার কাঁদপুরে এই ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে তবিবর পালিয়ে যায় বলে জানা গেছে। এবিষয়ে তবিবর রহমান তবির নামে কলারোয়ায় থানায় একটি মামলা হয়েছে।
থানার এস আই বাকি বিল্লাহ জানিয়েছেন মামলার ১নং আসামী তবিবরকে কলারোয়া থানা পুলিশ গ্রেফতার করেছে।