মোঃ রাসেল হোসেন, বিশেষ প্রতিনিধি: কলারোয়ায় চন্দনপুরের বয়ারডাঙ্গায় মহিলা আ’লীগের আয়োজনে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বঙ্গকন্যা শেখ হাসিনা ও উন্নয়নে বাংলাদেশ শীর্ষক আলোচনাকে পাথেয় করে আগামী দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে ওই সমাবেশ অনুষ্ঠিত হয়।
রবিবার(২২ অক্টোবর) বিকালে চন্দনপুর ইউনিয়নের ৭ নং বয়ারডাঙ্গা ওয়ার্ডে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগ সভাপতি ও সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে মনোনয়ন প্রত্যাশি ফিরোজ আহম্মেদ স্বপন। উপজেলা মহিলা আ’লীগের সভানেত্রী সহকারী অধ্যাপক সুরাইয়া ইয়াসমিন রত্নার সভাপতিত্বে অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন যুগা সম্পাদক ইউপি চেয়ারম্যান আফজাল হোসেন হাবিল, সাংগঠনিক সম্পাদক ইউপি চেয়ারম্যান বেনজির হোসেন হেলাল, চন্দনপুর ইউনিয়ন আ’লীগ সভাপতি সাবেক অধ্যক্ষ গাজী রবিউল ইসলাম, সাবেক সভাপতি আনোয়ার হোসেন সাধারন সম্পাদক মফিজুল ইসলাম, মহিলা আ’ লীগ যুগ্ম সাধারন সম্পাদক পারভিন আক্তার, সাংগঠনিক সম্পাদক মনোয়ারা পারভীন সহ অসংখ্য তৃণমূল স্তরের মহিলা আ’লীগ নেতৃবৃন্দ।
সমাবেশটি পরিচালনা করেন উপজেলা মহিলা আ’লীগ সভানেত্রী ইউপি সদস্য রহিমা বেগম কাজল। বক্তারা, মাননীয় প্রধানমন্ত্রী দেশনেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে যোগাযোগ, স্বাস্থ্য, বিদ্যুৎ, শিক্ষা, অবকাঠামো উন্নয়ন সহ বিভিন্ন দপ্তরের উন্নয়নের চিত্র তুলে ধরেন। আরো বলেন, উন্নয়নের অগ্রযাত্রায় নারীদের অবদানের কথা তুলে ধরে আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থীদেরকে জয়ী করে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহবান জানান।