মোঃ রাসেল হোসেন, বিশেষ প্রতিনিধিঃ কলারোয়ায় গরীর হিন্দু সম্প্রদায়ের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে। পৌরসভাধীন দক্ষিন মুরারীকাটি ৭ নং ওয়ার্ড আওয়ামীলীগের আয়োজনে দক্ষিন মুরারীকাটি হরিসভা মন্দির চত্বরে ওই বস্ত্র বিতরণ করা হয়।
শনিবার(২১ অক্টোবর) বিকাল সাড়ে ৩ টায় বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) মীর আসাদুজ্জামান। প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সভাপতি ও দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশি ফিরোজ আহম্মেদ স্বপন।
৭ নং ওয়ার্ড আ’লীগ সভাপতি আমিনুল ইসলামের সভাপতিত্বে ও পৌর আ’লীগ সাধারন সম্পাদক শহিদুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সজীব খান, পৌর মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল, থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহা: মোস্তাফিজুর রহমান, আ’লীগের সাংগঠনিক সম্পাদক ইউপি চেয়ারম্যান বেনজির হোসেন হেলাল, আ’ লীগ নেতা ইউপি চেয়ারম্যান এসএম আফজাল হোসেন হাবিল, প্যানেল মেয়র জাহাঙ্গীর হোসেন।
আমেরিকান প্রবাসী মুরারীকাটির কৃতি সন্তান অসহায় মানুষের বন্ধু শরিফুল ইসলাম বিকু মল্লিকের অর্থায়নে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সনাতন ধর্ম ঐক্য পরিষদের সভাপতি নরেন্দ্র নাথ ঘোষ, পৌর কাউন্সিলর দিতি খাতুন, যুবলীগ নরতা শখ মাসুমুজ্জামান মাসুম, সাংবাদিক আজমল হোসেন বাবু সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক ও সনাতন ধর্মালম্বী অসংখ্য মানুষ।
উল্লেখ্য, শারদীয় দূর্গা পূজায় প্রতি বছরের ন্যায় এ বছরও মানবিক কল্যানে উৎসবের আনন্দ ভাগ করে নিতে ৩ শতাধিক হিন্দু ধর্মালম্বী গরীব, দুস্থ পরিবারের মাঝে বস্ত্র বিতরণ করা হয়। উৎসবের মাঝে উপহার হিসাবে নতুন বস্ত্র (শাড়ি, লুঙ্গী, থ্রি-পিচ) পেয়ে উপকারভোগীরা কতৃপক্ষ সহ সকলের প্রতি শুভ শারদীয়ার প্রতি ও শুভেচ্ছা জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।