অভিশেখ চন্দ্র রায়, ঠাকুরগাঁও প্রতিনিধি ঃ
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় যতীন (৪০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।
নিহত যতীন উপজেলা ভোমরাদহ ইউনিয়নের ভোমরাদহ মালিপাড়া গ্রামের খরগের ছেলে।
শুক্রবার সন্ধ্যায় উপজেলার লোহাগাড়া বাজার এলাকার ধূপড়ী ঘাট নামক স্থানে এ ঘটনা ঘটে।
কৃষ্ণ মোহন রায় ও বিশ্বাস নামে দুই জন মোটরসাইকেল আরোহী আহত হয়েছে।
স্থানীয়রা জানান ঠাকুরগাঁও থেকে পীরগঞ্জ গামী একটি ট্রাক ও পীরগঞ্জ থেকে ঠাকুরগাঁওগামী মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পীরগঞ্জ থানার অফিসার ইনচার জাহাঙ্গীর আলম জানান, ঘটনা স্থলে একজন নিহত হয়েছেন, অপর দুই জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। ঘাতক ট্রাক টি আটক করা হয়েছে।