বাবুল হোসেন, বিশেষ প্রতিনিধিঃ বীমা করি সুখের জীবন গড়ি এই পরিপাদ্যকে সামানে রেখে আজ ময়মনসিংহের টাউন হলের মোর তারেক স্মৃতি অডিটোরিয়ামে একদিন ব্যাপি প্রশিক্ষণের আয়োজন করা হয়। উক্ত প্রশিক্ষনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেন মীর রাশেদ বিন আমান সিইও, বিশেষ অতিথি হিসেবে দায়িত্ব পালন করেন মো: গোলাম মোস্তফা, মোহাম্মদ আবদুল্লাহী কাফি, সায়েদ মোহাম্মদ আজিম , মোঃ ওবায়দুর রহমান মন্ডল, আলমামুল,মোঃ আনিসুজ্জামান খান, ফারজানা বুইয়ান,রুইদাজান্নাত,মোঃ মাছুম বিল্লাহ মোঃ রফিকুল ইসলাম সহ পাঁচ শত সোনালী লাইফ ইন্সুইরেন্স কোম্পানী এর কর্মী তারা সকলেই তাদের জীবনের সফলতা শেয়ার করেন তারা বলেন সোনালী লাইফ ইন্সুইরেন্স কোম্পানী এর মাধ্যমে আমরা বীমা করে আমাদের জীবনের দঃখ অর্থনৈতিক মুক্ত জীবন গড়তে পারবো।একটি বীমা পলেসি শুধু সঞ্চয়কে বৃদ্ধি করে না সাথে দিচ্ছে চিকিৎসা খরচ, সন্তানের জন্য শিক্ষা বার্তা, লোন সুবিধাসহ নানা ধরনের ডিসকাউন্ট। বীমা ক্ষাতের অনন্য ভূমিকা রাখছে সোনালি লাইফ ইন্সুইরেন্স, গ্রাহককে সরাসরি হেড অফিস থেকে গ্রাহক সেবা নিশ্চিত সহ দুই মাস পূর্বে চেকসহ সকল প্রকার দামি মাএ ৭ দিনে দিয়ে থাকে। যা বহির্বিশ্বে এক জলন্ত উদাহরণ। আসুন সোনালি লাইফ ইন্সুইরেন্স একটা পলেসি বা কর্মী হিসেবে কাজ করে নিজের স্বপ্ন ও অর্থনীতিকভাবে সম্বুদ্ধ হয়। তারেই ফলসূতিতে বলতে চায় সোনালী জীবন সুখের জীবন। সোনালী লাইফ ইন্সুইরেন্স কোম্পানী পুরোপুরি ইসলামী শরীয়াহ ভিত্তিক পরিচালিত হয়।