অভিশেখ চন্দ্র রায়, জেলা প্রতিনিধি ঠাকুরগাঁও :
ঠাকুরগাঁও ব্লাড ডোনেশন ক্লাবের উদ্যোগে ইফতার বিতরণ করা হয়েছে।
শুক্রবার বিকেলে ব্লাড ডোনেশন ক্লাবের আয়োজনে পৌর শহরের বিভিন্ন এলাকায় তিন শতাধিক রোজাদার ব্যক্তি পথশিশু সহ বিভিন্ন মানুষের মাঝে এই ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
এ সময়ে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও ব্লাড ডোনেশন ক্লাবের সভাপতি জয় মহন্ত অলক
সাধারণ সম্পাদক রঞ্জু আলম মুন্না,
সহ সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির আজাদ, দপ্তর সম্পাদক মোফাজ্জল হোসেন, ক্রিড়া ও সাংস্কৃতিক সম্পাদক শিমুল, কার্যনির্বাহী সদস্য তানভীর আহমেদ, রিদওয়ান ইসলামসহ অন্যান্যরা।
এদিকে এই সংগঠনের সভাপতি বলেন এটা আমাদের একটি স্বেচ্ছাসেবী সংগঠন রমজান মাস উপলক্ষে আমরা সকলে মিলে রোজাদার ব্যক্তি ও পথশিশুদের মাঝে ইফতার বিতরণ করলাম। স্বেচ্ছাসেবক মূলক কাজগুলোতে সংগঠনের সদস্যরা সব সময় প্রস্তুত থাকি।
এছাড়াও দিনে এবং রাতে যে কোন রোগীর ব্লাড প্রয়োজন পড়লে আমরা সাথে সাথে তাদের পাশে দারাই এবং কোন রোগী যেন ব্লাডের জন্য কষ্ট না পায় সে দিকটা আমরা খেয়াল রাখছি এবং রাখবো।